সাবেক অতিরিক্ত পুলিশ সুপার কাফীর বিরুদ্ধে ২ মামলা
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ০৩:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহিল কাফীর বিরুদ্ধে ২টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে একটি লাশ পুড়িয়ে ফেলার অভিযোগে আশুলিয়া থানায় হত্যা মামলা এবং অন্যটি হাজারীবাগ থানায়। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করবে পুলিশ।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, কাফীর বিরুদ্ধে যে অভিযোগ তার প্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হবে।
জানতে চাইলে ডিবির যুগ্ম-পুলিশ কমিশনার (উত্তর) মো. রবিউল হোসেন ভূঁইয়া বলেন, রিমান্ডে তার কাছে জানতে চাওয়া হবে ৫ আগস্ট আশুলিয়ার ঘটনায় কী পরিস্থিতি হয়েছিল। কার নির্দেশনায় গুলি করে মরদেহ ভ্যানে তোলা হলো এবং কার নির্দেশে মরদেহে আগুন দেয়া হলো।
আরো পড়ুন: শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্ক নিয়ে যা লিখেছে গার্ডিয়ান
এর আগে, সোমবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আব্দুল্লাহিল কাফীকে আটক করে ডিবি পুলিশ। এরপর তাকে মঙ্গলবার ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।