×

খুলনা

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর কর্মচারীর গোডাউন থেকে সরকারি মালামাল উদ্ধার

Icon

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১১:৩৪ এএম

সাবেক জনপ্রশাসন মন্ত্রীর কর্মচারীর গোডাউন থেকে সরকারি মালামাল উদ্ধার

বাড়িটি ভাড়া নিয়ে ত্রাণের সরকারি মালামাল মজুদ করেছিলেন তিনি।

মেহেরপুর শহরের ক্যাশব পাড়ায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের বাড়ির কর্মচারী দোলনের ভাড়া করা একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ সরকারি মালামাল উদ্ধার করেছে ট্রাস্ক ফোর্স। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে মেহেরপুর সদর ভূমি অফিসার গাজী মইদুর রহমান এবং সেনা কর্মকর্তা মেজর জাহিন এর নেতৃত্ব ট্রাস্ক ফোর্স এই অভিযান পরিচালনা করেন। 

এসময় ট্রাস্ক ফোর্স ভাড়া বাড়ির চারটি ঘর তল্লাশি করে ত্রাণ ও সরকারি বরাদ্দের শাড়ি, লুঙ্গি, চাদর, কম্বল, টেলিভিশন, কোরআন শরীফ, টিফিন বক্স, ক্রিকেট, ফুটবল সামগ্রী, হুইল চেয়ারসহ কোটি টাকা মূল্যের বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করে।

অভিযান পরিচালনাকালে বাড়ির মালিক সাবেক বিজিবি সদস্য সুরমান আলী জানান, দেড় বছর আগে সাবেক জনপ্রশাসন মন্ত্রীর আত্মীয় তার মেহেরপুর বাসভবনের কর্মচারী দোলন ৬ হাজার টাকা চুক্তিতে বাড়িটি ভাড়া নিয়ে ত্রাণের সরকারি মালামাল মজুদ করে আসছিল। প্রায় সময় বাড়ি থেকে বিভিন্ন মালামাল ট্রাক বোঝায় করে নিয়ে গেছে আবার মজুদ করেছে। সেগুলো পাচার করে বিক্রি করেছে কিনা জানি না।

আরো পড়ুন : গভীর রাতে গণপিটুনিতে জায়েদ খান নিহত

স্থানীয় বাসিন্দা মফিজুর রহমান বলেন, ত্রাণের বা রিলিফের সরকারি মালামাল মজুদ করা অন্যায় কাজ জানি। কিন্তু মন্ত্রীর ভয়ে এলাকাবাসী কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।

মেহেরপুর সদর এসিল্যান্ড কর্মকর্তা গাজী মইদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এই বাড়ির ভিতর গোডাউনের সন্ধান পাওয়া গেলে তালাবন্ধ ঘরের তালা ভেঙে ভিতরে প্রবেশ করা হয়। সেখান থেকে বিপুল অর্থের সরকারি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সমস্ত মালামাল জব্দ তালিকা করে সরকারি হেফাজতে নেয়া হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এ সময় গোডাউন ভাড়া নেয়া দোলনকে ফোন করে আসতে বলা হলেও তিনি এসে মালামালের বৈধতা দেখাতে অপারগতা প্রকাশ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App