সমাজকল্যাণ উপদেষ্টা
পেছনের ভুলগুলো দ্বিতীয়বার হতে দেব না
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ছবি: সংগৃহীত
একাত্তর দেখেছি। এবার ২০২৪ দেখলাম, এই ইতিহাসও জনগণের স্মৃতি থেকে কখনো মুছে যাবে না। তাদের আমরা স্যালুুট জানাই, ঠিক যেমন মুক্তিযোদ্ধাদের স্যালুট জানাই। এখন ভাবতে শুরু করেছি কীভাবে দেশকে এগিয়ে নেব। পেছনের ভুলগুলোকে দ্বিতীয়বার হতে দেব না।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীসহ বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনায় আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে দেখতে গিয়ে এ কথা জানান, অন্তর্বর্তীকালীন সরকারের সমাজকল্যাণ উপদেষ্টা শারমিন এস মুরশীদ। গতকাল সোমবার সকালে আহতদের দেখতে যান তিনি।
সমাজকল্যাণ উপদেষ্টা শারিমন এস মুরশীদ সাংবাদিকদের বলেন, আমাদের বাচ্চারা যারা যুদ্ধ করলো তাদের প্রতিষ্ঠা, পুনর্বাসন ও সুস্বাস্থ্য ঠিক করা এখন প্রধান দায়িত্ব। তাদের স্কুলে ও কর্মে ফিরিয়ে আনতে হবে। মূলধারায় নিরাপদ জীবন দিতে হবে। এদের অনেকে জীবন দিয়েছে বলেই আমি আপনাদের সামনে এখন দাঁড়িয়ে আছি।
আরো পড়ুন: মেয়র-চেয়ারম্যানরা অপসারিত
উপদেষ্টা বলেন, অনেক বাচ্চারা মানসিকভাবে আক্রান্ত হয়েছে, কর্ম হারিয়েছে, অনেকের পরিবার নিঃস্ব হয়ে গেছে। কারণ এরাই ছিল পরিবারে একমাত্র উপার্জনকারী। সেই জায়গায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটা নৈতিক দায়িত্ব আছে। সেজন্য আমি এখানে এসেছি। এখন থেকেই তাদের পুনর্বাসনের কার্যক্রম শুরু হয়ে গেলো। প্রতিটি হাসপাতাল থেকে রোগী যারা আছেন, তাদের তালিকা আমরা নেব। আমরা ডেটাবেজ তৈরি করব। তাদের তথ্য দিয়ে আমরা একটি ডেমোগ্রাফিক ম্যাপ করে কাজ করব।