আন্দোলনে যোগ দেয়া নিয়ে যা জানালেন সাফা
কাগজ ডেস্ক
প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ০৮:৪৫ এএম
সাফা কবির
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে প্রচণ্ড জনরোষে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন শেখ হাসিনা। তারপর দেশজুড়ে বিভিন্ন থানায় হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় প্রাণ হারায় অসংখ্য পুলিশ সদস্য। এতে করে কর্মবিরতিতে যায় পুলিশ। এসময় দেশের নিরাপত্তা নিশ্চিতে কাজ করেন অনেক শিক্ষার্থী। কেউ কাজ করেন নিজের এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে, কেউ কেউ আবার দিনের পর দিন ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছেন।
শুরু থেকেই শিক্ষার্থীদের আন্দোলনে পাশে ছিলেন মডেল ও অভিনেত্রী সাফা কবির। শিক্ষার্থীদের কষ্টের সঙ্গে নিজের কষ্ট ভাগাভাগি করলেন সাফা। তিনি বলেন, ‘ফ্যান ছাড়া রোদে শুটিং করি, আমরা বুঝি রোদে শিক্ষার্থীদের ট্রাফিকের কাজের কষ্ট কিন্তু শিক্ষার্থীরা এটা করছে। এ জন্য তাদের বাহবা দেয়া উচিত। আমরা যারা শিল্পী তারা কিন্তু এভাবেই মাঠঘাটে রাস্তায় দাঁড়িয়ে শুটিং করি। সারাদিন ফ্যান ছাড়া রোদে শুটিং করি, আমরা বুঝি শিক্ষার্থীদের দাঁড়িয়ে থাকার কষ্ট। স্টুডেন্ট যারা এটা করছে, তাদের আমরা অ্যাপ্রিশিয়েট করি।
আরো পড়ুন : ১০০ টাকার চরিত্র থেকে সরে গেলেন অপু বিশ্বাস!
আন্দোলনে অংশ নেয়া নিয়ে মজার ঘটনা ভাগাভাগি করলেন সাফা। তিনি বলেন, ‘আমি যে আন্দোলনে গিয়েছি, আম্মু-আব্বু সেটা জানতই না। একদমই না। কারণ, বাবা জার্মানি থাকেন। বাবা সব সময় বলতেন, দরজা–জানালা বন্ধ করে রাখতে। কিন্তু আমি নিজেকে ধরে রাখতে পারিনি। কারণ, আমি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ১৯ জুলাই যখন আমি বাইরে যাই তখন মা-বাবা মনে করেছিলেন আমি ঘুমাচ্ছি।’
শিক্ষার্থীদের প্রশংসা করে এই তরুণ অভিনেত্রী বলেন, ‘দেশটা পরিবর্তনের সঙ্গে আমাদের নিজেদের পরিবর্তন করতে হবে। নিজেদের মধ্যে পরিবর্তন আনতে হবে। বাংলাদেশি হিসেবে আমরা সব সময় অন্যের ভুল ধরার সুযোগ খুঁজি। এভাবে ভুল না ধরে আমি যতটুকু জানি, সেটা শেখানো হলে বা কেউ ভুল করলে শুধরে দিতে পারি। যে কিছু পারছে তাকেও কিন্তু শেখানো যায়। আমাদের ধ্যানধারণায় পরিবর্তন আনতে হবে।’