অসহযোগ আন্দোলনে উত্তাল নীলফামারী: আহত ১২
মো. রাজীব চৌধুরী রাজু, নীলফামারী থেকে
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৪, ১১:৪১ পিএম
নীলফামারীতে আহত ১২। ছবি: সংগৃহীত
সরকারের পদত্যাগ নিয়ে এক দফা দাবীতে চলছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশজুড়ে অসহযোগ আন্দোলন। এ আন্দোলনে ত্রিমুখী সংঘর্ষে প্রথম দিনেই রণক্ষেত্রে পরিণত হয়েছে নীলফামারী। ভাংচুর করা হয়েছে নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাড়ী। অগ্নিসংযোগ করা হয়েছে নূরের বাড়ীতে থাকা ১২টি মোটর সাইকেল, পুলিশ বক্স ও প্রধানমন্ত্রীর ছবি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রথমে টিয়ার শেল নিক্ষেপ করে। একপর্যায়ে সবকিছু নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ।
এতে আহত হয় অন্তত ১২জন। আহতদের নীলফামারী জেনারেল হাসপাতালে ১১জন ও ১ জন গুরুতর আহত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হাসপাতালের আরএমও ডা. আব্দুর রহিম।
রবিবার (৪ আগস্ট) সকাল ১১টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে নীলফামারীর বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী হাতে লাঠিসোঠাসহ বিভিন্ন স্লোগানে মিছিল নিয়ে শহরের চৌরঙ্গী মোড়ে জড়ো হন আন্দোলনকারীরা। এসময় ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে শুরু হয় আন্দোলনকারীদের সংঘর্ষ ও ধাওয়া, পাল্টা ধাওয়া। মুহূর্তে উত্তপ্ত পরিস্থিতি রূপ নেয় রণক্ষেত্রে। জেলা শহরের চৌরঙ্গি মোড়, বাটার মোড়, পিটিআই মোড় ও ডিসি অফিস চত্বরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে বিক্ষুব্ধ আন্দোলনকারীরা নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এম,পির বাড়ী ভাংচুর করে এবং বাড়ীতে থাকা ১২টি মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে তারা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। টানা ৩ ঘণ্টা চেষ্টার পর উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, হাতে লাঠিসোটা নিয়ে জেলা শহরের বড় মাঠ ও শহীদ মিনারে জড়ো হয়ে মিছিল নিয়ে চৌরঙ্গী মোড়ের দিকে যেতে থাকে আন্দোলনকারীরা। এ সময় আন্দোলনকারীরা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের দেখে চড়াও হলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ। আন্দোলনকারীদের উশৃঙ্খল পরিস্থিতি দেখে পিছু হটে আওয়ামী লীগসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফলে, সুযোগ পেয়ে বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে তারা। এর মাত্রা ছাড়িয়ে গেলে পুলিশ তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করতে তাকে আন্দোলনকারীরা। পরে টিয়ার সেল ও রাবার বুলেট নিক্ষেপ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
চৌরঙ্গী মোড়ে থাকা পুলিশ বক্স, ডিসি অফিসের প্রধান ফটক, স্থানীয় সংসদ সদস্য আসাদুজ্জামান নূরের বাড়ী, এসপির বাংলোর ফটক এবং জেলা আওয়ামীলীগ কার্যালয়ের আসবাবপত্র, কম্পিউটার, কেবিনেট ফাইল ও ওয়ারড্রোপ ভাঙচুর করে। এসময় আগুনে পুড়ে ছাই হয়ে যায় সবকিছু।
এক পর্যায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষায় সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। আহতরা হলেন, শান্ত, হাচান জামিল, রায়হানুল, রোকন, নুরনবী, শোভন, সাইদুল, দুখুমিয়া, হামিদুল, আতিকুজ্জামান, নবীন ইসলাম ও রব্বানী। এরমধ্যে গুরুতর আহত হওয়ায় শোভনকে (৪৬) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানে হয়েছে।
নীলফামারী পুলিশ সুপার মোহাম্মদ মোকবুল হোসেন বলেন, কোটা সংস্কার আন্দোলনকারীরা সরকারী বিভিন্ন স্থাপনা ভাংচুর শুরু করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে প্রথমে টিয়ার শেল নিক্ষেপ করে। পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মত ইট পাটকেল নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে, সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করা হয়। বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।