×

আন্তর্জাতিক

হাজার বছর পর সরলরেখায় শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২২, ১২:২০ পিএম

হাজার বছর পর সরলরেখায় শুক্র, মঙ্গল, বৃহস্পতি ও শনি

প্রতীকী ছবি

হাজার বছর পর আকাশে সরলরেখায় বেশ কাছাকাছি অবস্থানে দেখা যাবে শুক্র ও বৃহস্পতি গ্রহ। এসময় শুক্র বৃহস্পতির শূন্য দশমিক দুই ডিগ্রি দক্ষিণে থাকবে।

এর আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) ও আজ বুধবার (২৭ এপ্রিল) সূর্যোদয়ের আগে, শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং শনি- চারটি গ্রহ আকাশের পূর্ব দিগন্ত থেকে ৩০ ডিগ্রির মধ্যে সরলরেখায় দেখা গেছে। ওই সময় দূরবীন কিংবা টেলিস্কোপ ছাড়াই বৃহস্পতি, শুক্র, মঙ্গল ও শনি গ্রহকে এক লাইনে দেখা যায়। খবর হিন্দুস্তান টাইমসের।

ভুবনেশ্বরের পাঠানি সামন্ত প্ল্যানেটোরিয়ামের উপ পরিচালক শুভেন্দু পট্টনায়েক বলেন, এ ধরনের ঘটনা প্রায় এক হাজার পর ঘটল। এ ধরনের ঘটনা বেশ বিরল। ৯৪৭ খ্রিষ্টাব্দে সর্বশেষ মহাবিশ্বে এমন হয়েছিল।

এ ধরনের ঘটনা ‘প্ল্যানেট প্যারেড’ নামে পরিচিত। সৌরজগতের গ্রহগুলো আকাশের একই এলাকায় সরলরেক্ষায় সারিবদ্ধ হলে এমনটি বলা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App