×

আন্তর্জাতিক

মে মাস পর্যন্ত লকডাউনে থাকছে ইতালি

Icon

nakib

প্রকাশ: ১১ এপ্রিল ২০২০, ০১:০৯ পিএম

করোনায় বিপর্যস্ত ইউরোপের দেশ ইতালি। দেশটিতে করোনা ভাইরাসের সংক্রমণ হ্রাস করতে ৩ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউন বলবৎ থাকবে বলে জানিয়েছে দেশটির প্রধানমন্ত্রী গুইসিপি কন্টে। দেশটিতে গত একমাস ধরে কঠোর লকডাউন কার্যকর আছে।

পেব্রুয়ারি মাসের ২০ তারিখ দেশটিতে করোন শনাক্ত হওয়ার পর দ্রুতই তারা মৃত্যুর রেকর্ডে সবার উপরের সারিতে চলে এসেছিল। গত ২৪ ঘণ্টায় ৫৭০ জনের প্রাণহানির ফলে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাড়ালো ১৮ হাজার ৮৯৪ জনে। এপ্রিলের শুরুতে দেশটিতে আক্রান্তের সংখ্যা কিছুটা কমতে শুরু করেছে। কয়েক সপ্তাহের চেষ্টার পরে স্বাস্থ্য খাতের কর্মীরা কিছুটা স্বস্তি পাচ্ছেন। এ সপ্তাহ আগে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিউতে চিকিৎসাধীন ছিলেন ৪ হাজার ৬৮ জন। তবে গতকাল পর্যন্ত এখন আইসিউতে রোগীর সংখ্যা কমে দাড়িয়েছে ৩ হাজার ৪৯৭জন।

উল্লেখ্য, দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত রোগীর সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App