×

আন্তর্জাতিক

করোনায় ১৩০ ডাক্তার-নার্সের মৃত্যু ইতালিতে

Icon

nakib

প্রকাশ: ১০ এপ্রিল ২০২০, ০৩:১৩ পিএম

করোনায় ১৩০ ডাক্তার-নার্সের মৃত্যু ইতালিতে

চিকিৎসা যুদ্ধ

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত মৃত্যুর মিছির দীর্ঘ হচ্ছে। তবে ভয়ঙ্কর ব্যাপার হলো যারা আক্রান্ত রোগীদের চিকিৎসা করবেন সে সব ডাক্তারদেরও মৃত্যু হচ্ছে প্রতিনিয়ত। ইতালিতে গত ফেব্রুয়ারিতে করোনা শনাক্ত হওয়অর পর থেকে এখন পর্যন্ত ১০০ ডাক্তার করোনায় মৃত্যুবরণ করছেন বলে জানিয়েছে দেশটির চিকিৎসকদের সংস্থা ফোনোমসিও। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা এসব ডাক্তারদের মধ্যে অবসরপ্রাপ্ত ডাক্তাররাও রয়েছেন যারা এ জরুরি মুহুর্তে সেবা দেয়ার জন্য এগিয়ে এসেছিলেন। তাছাড়া দেশটিতে ৩০ জন নার্স এবং তাদের সহকারীরর মৃত্যু হয়েছেন বলে রিপোর্টে বলা হয়েছে। দেশটিতে করোনা আক্রান্ত রোগীর অন্তত ১০ শতাংশ স্বাস্থ্যখাতে জরিত কর্মকর্তা-কর্মচারী ও ডাক্তাররা। সংস্থাটির পক্ষ থেকে এটাকে একটি অসম যুদ্ধ বলে অভিহিত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App