×

বিনোদন

পালিত হলো না চলচ্চিত্র দিবস

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২০, ০৯:৪০ এএম

পালিত হলো না চলচ্চিত্র দিবস
পালিত হলো না চলচ্চিত্র দিবস

এফডিসি

গতকাল ৩ এপ্রিল ছিল জাতীয় চলচ্চিত্র দিবস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সে ঘটনাকে স্মরণ করে ২০১২ সালের ৩ এপ্রিল প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়। প্রত্যেক বছরই চলচ্চিত্র দিবসকে ঘিরে এফডিসিতে চলচ্চিত্রাঙ্গনের মানুষেরা নানা আয়োজনে পালন করে থাকেন দিনটি। চলচ্চিত্রের নানা সংগঠন দিনটিকে ঘিরে মাসখানেক আগে থেকে প্রস্তুতি নিলেও এবার তার ব্যতিক্রম হয়েছে।

প্রাণঘাতী করোনা ভাইরাস গোটা বিশ্বকে স্তব্ধ করে দিয়েছে। প্রাণ বাঁচাতে ঘরবন্দি হয়েছে মানুষ। তাই তথ্য মন্ত্রণালয় থেকেও এই বছর চলচ্চিত্র দিবস পালনের কোনো উদ্যোগ নেয়া হয়নি। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সময় নির্দিষ্ট একটা সময়ে দিবসটি উদযাপন করা হবে বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, আয়োজন ছাড়াই অতি সাধারণভাবে দিবসটি পালনের ইচ্ছে ছিল, ঐতিহ্য ধরে রাখার জন্য। কিন্তু তথ্য মন্ত্রণালয়ের নির্দেশে আপাতত সব ধরনের আয়োজন বন্ধ রাখতে বলা হয়েছে। পরবর্তী সময় দিবসটি পালনের ইচ্ছে আছে আমাদের।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App