×

স্বাস্থ্য

ঢামেকে করোনা শনাক্তের কার্যক্রম শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ এপ্রিল ২০২০, ০৮:২৬ পিএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রম শুরু করা হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যায় ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ঢামেক হাসপাতাল পরিচালক ফ্রি’তে করোনাভাইরাস শনাক্তের পরীক্ষা করা যাবে জানিয়ে বলেছিলেন। হাসপাতালে করোনাভাইরাসের লক্ষণ নিয়ে আসা যেকোনো রোগী সরাসরি এই পরীক্ষা করাতে পারবেন। তিন থেকে চার ঘণ্টার মধ্যেই জানা যাবে পরীক্ষার ফলাফল।

ঢামেক অধ্যক্ষ অধ্যাপক ডা. খান আবুল কালাম আজাদ জানান, কলেজের ৪র্থ তলায় ভাইরোলজি বিভাগে চলছে এই পরিক্ষা। হাসপাতালে ভর্তি ৬ জন রোগীর শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হচ্ছে। রাতের মধ্যেই এর রিপোর্ট পাওয়া যাবে বলে আশা করি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App