×

স্বাস্থ্য

আক্রান্ত দুইজনের নমুনায় করোনা মেলেনি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২০, ১২:৫৩ পিএম

আক্রান্ত দুইজনের নমুনায় করোনা মেলেনি

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ফাইল ছবি।

দ্বিতীয় বারের পরীক্ষাতেও আক্রান্ত দুই ব্যক্তির নমুনায় করোনা ভাইরাসের উপস্থিতি মেলেনি। প্রয়োজনীয় চিকিৎসা শেষে তাদের যে কোন সময় ছেড়ে দেয়া হবে।

বৃহস্পতিবার (১২ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, দেশে নতুন করে কেউ করোনা ভাইরাসে সংক্রমিত হয়নি।

প্রসঙ্গত, গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত তিনজন শনাক্ত হয়। তাদের মধ্যে দু’জন পুরুষ ও একজন নারী। বুধবার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক জানান, আক্রান্ত তিনজনের নমুনা পুনরায় পরীক্ষা করা হয়েছে। তাতে দু’জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। আগামী ২৪ ঘন্টায় পুনরায় তাদের নমুনা পরীক্ষা করা হবে। ওই সময়ও যদি রিপোর্ট নেগেটিভ আসে তখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রটোকল অনুযায়ী চিকিৎসা দেয়ার পর তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App