×

আন্তর্জাতিক

মামলায় অসহযোগিতা করেছে মিয়ানমার: আইসিজে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২০, ০৩:৪৯ পিএম

মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গম্বিয়ার করা মামলার রায় ঘোষণার আগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) প্রেসিডেন্ট আব্দুল কাওয়াই আহমেদ ইউসুফ বলেছেন, ‘রোহিঙ্গা গণহত্যা দায় কোনোভাবেই মিয়ানমার এড়াতে পারে না।’

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেল ৩টায় নেদারল্যান্ডসের হেগে স্থাপিত আইসিজেতে মামলার অন্তর্বর্তীকালীন আদেশ দেয়ার আগে পর্যবেক্ষণ তুলে ধরেন আইসিজে প্রেসিডেন্ট।

পর্যবেক্ষণে আরো বলা হয়, রাখাইনে রোহিঙ্গাদের ওপর পূর্ব-পরিকল্পিত ও কাঠামোগত যে সহিংসতা চালানো হয়েছে তার দায় নিতে হবে মিয়ানমারকে। রাখাইনে হত্যাকাণ্ড, সংঘবদ্ধ ধর্ষণ, ঘরবাড়িতে অগ্নিসংযোগের কারণেই প্রাণভয়ে বাংলাদেশে পালিয়ে আসে রোহিঙ্গারা।

রোহিঙ্গাদের ওপর নৃশংসতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে গেল বছরের ১১ নভেম্বর আইসিজে মামলা করে আফ্রিকার দেশ গাম্বিয়া। নেদারল্যান্ডসের হেগে গেল বছরের ১০ থেকে ১২ ডিসেম্বর মামলার ওপর শুনানি হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App