চারবার মুক্তি পেছাল কঙ্গনার ‘ইমার্জেন্সি’র
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ইন্দিরা গান্ধীর চরিত্রে কঙ্গনা রানাউত
আগামী ৬ সেপ্টেম্বর মুক্তি পাওয়ার কথা ছিল কঙ্গনা রানাউত পরিচালিত ও অভিনীত ছবি ‘ইমার্জেন্সি’। মুলত এটি ভারতীয় সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর জীবনীনির্ভর ছবি। কিন্তু টানা বিতর্কের পরিপ্রেক্ষিতে ছবিটির মুক্তি আপাতত স্থগিত রয়েছে। সহসা মুক্তি পাচ্ছে না কঙ্গনার প্রথম পরিচালিত ‘ইমার্জেন্সি’ ছবিটি।
এর আগেও লোকসভা ভোটে কঙ্গনার প্রার্থী হওয়ার জন্য পিছিয়ে গিয়েছিল এই ছবির রিলিজ। এই নিয়ে চতুর্থবার ‘ইমার্জেন্সি’ মুক্তির পথে বাঁধা। ঠিক কবে মুক্তি পেতে পারে এই ছবিটি তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। ছবিটি এখনো সেন্সর বোর্ডের ছাড়পত্র পায়নি।
কঙ্গনা সম্প্রতি অভিযোগ করেছিলেন, তাকে প্রাণনাশের হুমকিও দেয়া হয়েছে কোনো কোনো সংগঠনের পক্ষ থেকে। এর আগে ছবিতে তথ্য বিকৃতির অভিযোগ তুলেছিলেন শিখ স¤প্রদায়ের মানুষ। তার ফলেই বিতর্কিত এই ছবিটি ঘিরে দানা বাঁধতে শুরু করে আশঙ্কার মেঘ।
একটি ভিডিও টুইট করে কঙ্গনা দাবি করেন, প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে, তাই ‘সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন’ এই ছবির প্রদর্শন স্থগিত রেখেছে। কঙ্গনা আরো বলেন, প্রাথমিক ভাবে ছাড়পত্র মিললেও হুমকির কারণে তা স্থগিত করতে বাধ্য হয়েছে বোর্ড। এমনকি সেন্সর বোর্ড সদস্যদেরও হুমকি দেয়া হয়েছে। কঙ্গনা আরো জানান, ছবির বেশ কিছু গুরুত্বপূর্ণ অংশ মুছে ফেলার জন্যও তাকে চাপ দেয়া হচ্ছে।
এর মধ্যে যেমন রয়েছে, ইন্দিরা গান্ধীর হত্যা, অর্নাইল সিং ভিন্দ্রানওয়ালে বা পঞ্জাব দাঙ্গার প্রসঙ্গ। এমন পরিস্থিতিতে কঙ্গনা যে খুবই আশাহত হয়েছেন এবং চাপের মুখে রয়েছেন সে কথাও জানিয়েছেন নিজের ভিডিওবার্তায়। এর আগে শিরোমণি অকালি দল সেন্সর বোর্ডের কাছে ছবি মুক্তি না দেয়ার আবেদন জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে।
তাদের দাবি, এ ছবি শিখ সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করছে। এছাড়া, মধ্যপ্রদেশে হাইকোর্টে জবলপুরের একটি শিখ সংগঠনের পক্ষ থেকে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে।