মধ্যনগরে বিএনপির অবস্থান কর্মসূচি পালন
রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৪, ১১:৩২ পিএম
ছবি: ভোরের কাগজ
ছাত্র-জনতাকে নির্বিচারে গণহত্যার দায়ে শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সুনামগঞ্জের মধ্যনগরে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুরে মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনারে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। অবস্থান কর্মসূচির শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা এবং জনগণের বিজয় হয়েছে। এই বিজয় বাংলাদেশের বিজয়। এই বিজয় আমাদের ধরে সুযোগ নিয়ে কেউ বিশৃঙ্খলা করতে চাইলে এর উপযুক্ত জবাব দেয়া হবে।
তিনি বলেন, যারা শহীদ হয়েছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি এবং তাদের স্বজনদের জন্য দোয়া করি তারা যেন শোক সইতে পারেন। তিনি আরো বলেন, মধ্যনগরে যারা আহত হয়েছেন এবং কারাবন্দী হয়েছিলেন সবার প্রতি অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি।
আরো পড়ুন: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ‘সমন্বয়ক’ নিয়ে দ্বিধা-বিভক্তি
কামরুজ্জামান কামরুল বলেন, বিএনপি একটি জনপ্রিয় এবং সর্ববৃহৎ রাজনৈতিক দল। মধ্যনগর উপজেলায় সর্ববৃহৎ এই রাজনৈতিক দল ঐক্যবদ্ধ ও সুসংগঠিত। সব ধর্মের মানুষের ভালো থাকার জন্য কাজ করতে হবে। আমাদেরকে অন্যায় কাজে সম্পৃক্ত হওয়া যাবে না। সন্ত্রাস এবং চাঁদাবাজিতে সম্পৃক্ত হওয়া যাবে না। অন্য দলের নতুন কাউকে দলে আশ্রয় দেয়া হবে না। সুযোগ সন্ধানীদের এই দলে ঠাঁই হবে না। আমাদের কেন্দ্রীয় কমিটির নির্দেশনা রয়েছে, নতুন কাউকে আশ্রয় দেয়া যাবে না। আমরা বাংলাদেশে যারা আছি, সবাই বাংলাদেশী। আলাদাভাবে কাউকে দেখতে চাই না। আপনারা সবাই এই নির্দেশনা মানতে হবে।
সভায় উপস্থিত ছিলেন- সংগঠনের উপজেলা সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মজনু, সাবেক সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা বিএনপির সদস্য কামাল হোসেন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোশাহীদ আলী, যুবদল আহ্বায়ক গোলাম সাইফুল, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোছাব্বির হোসেন সাগর প্রমুখ। অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন- উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মমিনুল হক বেনু, ডা. সাইদুর রহমান, রায়হান উদ্দীনসহ উপজেলা স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলের নেতা-কর্মীরা।