মা-বাবার অভিযোগ : মেয়ে ও জামাই বাড়ি দখল করতে মরিয়া

আগের সংবাদ

প্রতিবেশী কূটনীতির রোল মডেল : প্রধানমন্ত্রীর ভারত সফর

পরের সংবাদ

মো. আজম আলী : বিএসসিসিএলের এমডি হিসেবে দায়িত্ব গ্রহণ

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৬, ২০২২ , ১২:০০ পূর্বাহ্ণ

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের এক প্রজ্ঞাপনমূলে মো. আজম আলী গত ১ সেপ্টেম্বর বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন। এরআগে তিনি বিটিসিএল-এ ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (পিএন্ডডি) হিসেবে কর্মরত ছিলেন। মো. আজম আলী ১৯৯১ সালে বিসিএস ১০ম ব্যাচে টেলিযোগাযোগ ক্যাডারে সহকারী বিভাগীয় প্রকৌশলী হিসেবে বিটিটিবি-তে (বর্তমানে বিটিসিএল) যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে ইলেক্ট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং-এ বিএসসি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি অর্জন করেন। বিজ্ঞপ্তি
কর্মজীবনে তিনি চীন, ভারত, সিংগাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মিশর, তুরস্ক, আয়ারল্যান্ড প্রভৃতি দেশে প্রশিক্ষণ গ্রহণ ও সেমিনার-কনফারেন্সে অংশ নিয়েছেন। তার বর্ণাঢ়্য কর্মজীবনে তিনি বিটিসিএল, টেলিযোগাযোগ অধিদপ্তর ও বিএসসিসিএলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অত্যন্ত সফলতা ও সুনামের সহিত দায়িত্ব পালন করেছেন।
তাছাড়া তিনি বাংলাদেশের প্রথম সাবমেরিন ক্যাবল স্থাপন প্রকল্প (ঝগড-৪) -এ বিভাগীয় প্রকৌশলী হিসেবেও নিযুক্ত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়