পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত ও আইওএম মিশনপ্রধানের

আগের সংবাদ

পাহাড়ে নিরাপত্তা প্রশ্নবিদ্ধ

পরের সংবাদ

একটা ঈদের চাঁদ

প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: এপ্রিল ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

বিকেলবেলা আলোর খেলা মিটিয়ে সে তার রেশ
সূর্যি মামা হঠাৎ দেখি কোথায় নিরুদ্দেশ
ঠিক তখনই আবছা আলোয় আস্তে ধীরে ধীরে
চকচকে এক গিফ্ট নিয়ে সেই সন্ধ্যা এলো ফিরে
গিফ্ট যেনো কী, গিফ্ট যেনো কী? গিফ্টটা এখন কই
সবাই মিলে আমরা এটা খুঁজছি কী পই পই
খুঁজছি কারণ আমরা জানি গিফ্ট হলো সেই চাঁদ
পারবে দিতে কে আগে তার আনন্দ সংবাদ
তাই খুঁজে কেউ এইদিকে আর কেউ খুঁজে ঐদিকে
কোনদিকে যে লুকিয়ে আছে দেখছি না চাঁদটিকে
কেউ দেখে সেই পাতার আড়ে কেউ দেখে বাঁশঝাড়ে
দেখতে না পাই তবুও সবাই দেখছি বারে বারে
তার মাঝে কেউ হঠাৎ করে বললো যে দেখ্ দেখ্
চকচকে সেই কাঁচির মতো কী দেখা যায় এক
অমনি সবাই হুমড়ি খেয়ে দেখতে করি ভিড়
সত্যি আরে! চাঁদ তো এটা ঠায় রয়েছে থির
সবার ভেতর বইছে তখন কী এক খুশির ঢেউ
দেখেই বুঝি পাড়ার ভেতর আর বাকি নেই কেউ
বলছে সবাই নানান কথা হাসছে কী মন খুলে
এক নিমিষে হিংসে বিভেদ সব গেছে ঠিক ভুলে
ঘুচিয়ে নিছে পুরনো সেই বিবাদ বিসম্বাদ
সবাইকে আজ এক করেছে একটা ঈদের চাঁদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়