মার্চের স্মৃতি

আগের সংবাদ

দুর্ঘটনারোধে নেই কার্যকর ব্যবস্থা : এসি রুমে বসে দুর্ঘটনা দেখেন কর্মকর্তারা > আলোর মুখ দেখে না তদন্ত প্রতিবেদন

পরের সংবাদ

স্বাধীনতা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

মুক্ত আকাশ পেয়ে পাখি উড়ে যায়,
উড়ে যেতে দেখে এই চোখ জুড়ে যায়।

মানা নেই ডানাতেই যত দূরে যাবে
আকাশের ঠিকানাটা ঘুরে ঘুরে পাবে।

নদীর ¯্রােতের ধারা বাধা এলে একি!
বাঁধ ভাঙা দৃশ্যটা দেখা মেলে সে কি?

স্বাধীনতা জাতির এ খুঁজে ফেরা গতি
স্বদেশের বুকে আঁকা সব সেরা অতি।

তাই পেতে স্বাধীনতা, লড়াইটা করে-
পেয়ে শেষে এই জাতি বড়াইটা করে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়