মার্চের স্মৃতি

আগের সংবাদ

দুর্ঘটনারোধে নেই কার্যকর ব্যবস্থা : এসি রুমে বসে দুর্ঘটনা দেখেন কর্মকর্তারা > আলোর মুখ দেখে না তদন্ত প্রতিবেদন

পরের সংবাদ

লাল সবুজের পতাকাতে

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

আমরা তখন ছোট্ট ছিলাম মায়ের বাধ্য ছেলে
সারাটা দিন কাটতো শুধু মাঠে মাঠে খেলে
কোথায় ছিল পাখির বাসা কোথায় বাগান ফলের-
আমার কেবল ঝোকটা ছিল খেলাটা ফুটবলের।

সুনীল যতিন সুমন রাজন বন্ধু সবাই মিলে
সুখে দুখে মনের কথা বলছি দখিন বিলে
কিন্তু কি রে কি যে হলো একদিন সন্ধ্যায়
মিলিটারি এলো বলে খবর রটে যায়।

মা-বাবাদের বারণ আসে বাইরে যাওয়া মানা
ঘরের ভেতর বন্দি জীবন সব কিছুই অজানা
রাতের পরে রাত কেটেছে গুলি বোমার শব্দে
বাড়ির পরে জ্বলছে বাড়ি, একাত্তরের অব্দে।

শহর নগর করলো উজার হানাদারের তাণ্ডব
কে থামাবে ওদের বলো কেউ ছিল না বান্ধব
দিকে দিকে জয় বাংলার আওয়াজ আসে ধীরে
দামাল ছেলে যোদ্ধা সাজে দেশ ভরে যায় বীরে।

বন্ধু সবাই কিশোর যোদ্ধা ট্রেনিং সবাই নিলাম
মুখোমুখি যুদ্ধ করে বিজয় কেড়ে নিলাম
রক্ত নদী পাড়ি দিয়ে আসলো স্বাধীনতা
লাল সবুজের পতাকাটা বলছে মায়ের কথা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়