মার্চের স্মৃতি

আগের সংবাদ

দুর্ঘটনারোধে নেই কার্যকর ব্যবস্থা : এসি রুমে বসে দুর্ঘটনা দেখেন কর্মকর্তারা > আলোর মুখ দেখে না তদন্ত প্রতিবেদন

পরের সংবাদ

প্রিয় পতাকাটা

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: মার্চ ২৭, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

স্বাধীনতা এসেছে ভোরের আলোয়
ঝল্ মল্ করে হেসে,
পাখিদের ডানায় অবারিত নীল
নীলিমায় ভেসে ভেসে।

স্বাধীনতা এসেছে প্রিয় বুবুটার
দুল দোলে দুই কানে,
মাঝিদের গলায় ভাটিয়ালি প্রাণ
বাউলের গানে গানে।

স্বাধীনতা এসেছে শহর বন্দর
নগর ও গেরাম জুড়ে,
দীপ্ত স্লোগান জয় বাংলার
মিছিলের সুরে সুরে।

স্বাধীনতা এসেছে হাজার-লক্ষ
শহীদের রক্তে বেয়ে,
লাল সবুজের প্রিয় পতাকাটা
অপলক থাকি চেয়ে।

যত জঞ্জাল ছিঁড়ে ফেলে জাল
মুছে ফেলে সব ক্ষত,
লাল সবুজের গর্বের নিশান
রাখবোই সমুন্নত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়