নামাজ পড়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যা : গাজীপুর

আগের সংবাদ

মাঝপথে কাজ বন্ধ হওয়ায় ভোগান্তিতে বরিশালের বাসিন্দারা : সড়ক নয় যেন ধুলার রাজ্য

পরের সংবাদ

বাংলা প্রাণের ধন

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ফেব্রুয়ারি ২৮, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

গায় পাখি ঐ শাখে শাখে
কণ্ঠে কি তার বাংলা ভাষা!
জোনাক জ¦লে ঝিঁঝি ডাকে
কণ্ঠে কি তার বাংলা ভাষা!

রঙের ভেলায় ফাগুন আসে
মন ভোলানো বাংলা-রূপে
পাতায় পাতায় সূর্য হাসে
মন ভোলানো বাংলা-রূপে।

হাজার নদীর কলতানে
কাঁপন তোলে বাংলা সুরে
মাঝিমাল্লার গানে গানে
কাঁপন তোলে বাংলা সুরে।

ফলছে ফসল মাঠে মাঠে
এটাই সোনার বাংলা ভূমি।
মানুষ করে সওদা হাটে
এটাই সোনার বাংলা ভূমি।

এই যে এত বাংলা-বাংলা-মন!
একুশ থেকেই বাংলা প্রাণের ধন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়