ভোটকেন্দ্রে পিস্তল উঁচিয়ে গুলি করা শামীম গ্রেপ্তার

আগের সংবাদ

৩৭ সদস্যের মন্ত্রিসভার শপথ আজ : পূর্ণ মন্ত্রী ২৫, প্রতিমন্ত্রী ১১ > বাদ পড়েছেন ১৪ জন পূর্ণাঙ্গ মন্ত্রী > নতুন মুখ ১৯

পরের সংবাদ

১০ জানুয়ারি

প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১০, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

পাক-কারাগার হতে তুমি মুক্ত হবার পরে
জানুয়ারির ১০ তারিখে সালটা বাহাত্তরে।
স্পর্শ যখন করেছিলে স্বাধীন বাংলার ’পরে
ঠিক তখনই বাঙালি পায় খুঁজে তার অন্তরে।

জাতির জনক বঙ্গবন্ধু তোমায় দেখার জন্য
সেদিন মানুষ এসেছিলো নিজে হতে ধন্য।
সোহরাওয়ার্দী উদ্যানেতে উঠলো নেচে প্রাণ যে
পদ্মা-মেঘনা-যমুনাতে এলো যেন বান যে।

তোমার স্বদেশ প্রত্যাবর্তন হয়নি যতোদিনই
পায়নি মানুষ মনের মাঝে স্বাধীনতার চিনই
তুমি ছাড়া হয়নি পালন বিজয় দিবস দেশে
স্বাধীনতা সূর্যটা-ও ওঠেনি তাই হেসে।

কবিতা তো পাঠ করোনি ৭ই মার্চের মতো
দুঃখভরা মনে সেদিন বলছো কথা কতো।
ত্রিশ লক্ষ বীর শহীদের জানিয়েছো শ্রদ্ধা
কৃতজ্ঞতা করছো জ্ঞাপন যারা মুক্তিযোদ্ধা।

সান্ত¡নাও পেয়েছিলো দু’লক্ষ মা ও বোন
তাদের কষ্ট বুঝতে মনে তুমিই শুধু একজন।
অভিনন্দন পেয়েছিলো মুজিবনগর সরকার
হানাদারদের অহংকারকে করলো যারা ছারখার।

সেই থেকে এই বাহাত্তরের ১০ই জানুয়ারি
তোমার ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ সৃষ্টকারী।
আমরা সবাই ওই দিনেতে শ্রদ্ধাতে হই নত
জাতির পিতা তোমায় জানাই প্রণাম শত শত।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়