৫৫ কেজি স্বর্ণ চুরি : দুই রাজস্ব কর্মকর্তা ফের রিমান্ডে

আগের সংবাদ

নিরাপত্তার চাদরে পুরো দেশ : মাঠে সাড়ে ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, মনিটরিং সেলে ৩ হাজার ম্যাজিস্ট্রেট

পরের সংবাদ

নতুন বছর নতুন দিনে

প্রকাশিত: জানুয়ারি ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ৩, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

নতুন বছর নতুন দিনে
সূর্য হাসে লাল,
প্রাপ্তি আশার যোগ বিয়োগে
হৃদয়টা উত্তাল।
কী হারিয়ে কী পেয়েছি
হিসেব মেলা দায়,
পরিক্রমায় কালের খেয়া
ক্যালেন্ডার ওল্টায়।

নতুন বছর নতুন দিনে
বরাক নদীর জল,
আনলো বয়ে সম্ভাবনার
এক ঝুড়ি সম্বল।
শেষ বছরের হিসেব খাতা
বলছে টাটা বাই,
সেই খাতাতে লেখা আছে
কী ছিল কী নাই।

নতুন বছর নতুন দিনে
ফুটল গোলাপ ফুল,
বর্ষবরণ চতুর্দিকে
পড়লো হুলস্থুল।
গাছের পাতা বৃদ্ধ পাতা
পড়লো খসে সাঁই,
বনের পশুপাখির সাথে
আনন্দে দোল খাই।

নতুন বছর নতুন দিনে
ঘড়িটা টিক টিক,
বদলে শুধু সংখ্যা সালের
সব চলে ঠিক ঠিক।
ঘড়ির কাঁটা ঘুরছে ডানে
গন্ডিবাধা দেশ,
জীবন নামের বরফ চাকা
হচ্ছে গলে শেষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়