ডিএমপির আদাবর থানা : ইয়াবাসহ গ্রেপ্তার আসামি পালিয়েছে হাজতখানা থেকে

আগের সংবাদ

নাশকতার জবাব ভোটে দিন : ঢাকায় নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী

পরের সংবাদ

ঊন নয় ৫-এ শূন্য

প্রকাশিত: জানুয়ারি ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জানুয়ারি ১, ২০২৪ , ১২:০০ পূর্বাহ্ণ

কোনোকালে আমি কারো ছিলাম না তো কেউ,
দূর হতে ধেয়ে এসে ফিরে চলা এক ঢেউ।

গর্জন আর শক্তি সবটুকু তীরেই ক্ষয়
বেলা অবেলা অর্থহীন রেখাই শুধু রয়।

হলুদ চাদরে মোড়া শরীর সেও অচিনে,
রাতের তারারা খসে পড়ে জলের গহিনে।

অর্ধচন্দ্র গগনেই বেশ, নাই কেচ্ছা ক্লেশ,
অধম যারা, প্রিয়কে যেচে তারা হয় শেষ!

বৃষ্টির কণা কাঁপায় ভীষণ, অগ্রহায়ণে
মুক্তোদানা ছিল যা গত হওয়া সে শাওনে।

সাক্ষী রাখা আকাশ বাতাস, পঞ্চাশে তা ফিকে,
শ্রীহীন জীবন, অচল টাকার মতো টিকে।

গোধূলিতে তাই গোছাই আঁধারের পাথেয়,
সুকৃতি, কর্মে পূরণ হবে, যা ছিল অদেয়।

একা চলি, একা বলি, একলাই আমি থাকি।
বাঁচাটা হোক মানবের তরে, বাকি যা ফাঁকি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়