নীরব-মজনুসহ বিএনপির ৪৭ নেতাকর্মীর কারাদণ্ড : নাশকতার তিন মামলা

আগের সংবাদ

অপশক্তিকে রুখে দেয়ার অঙ্গীকার : বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

পরের সংবাদ

ও বিজয়

প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ১৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আঁধারের ভাঁজ খুলে ও বিজয়,
দূরের ধানক্ষেত
নিয়ে এলে কাছে-
দূরন্ত সূর্যের থেকে এনে দিলে রোদের পালক,
প্রজাপতি রং, এনে দিলে বৃক্ষলতা, ফুটন্ত আকাশ,
এক ঝাঁপি কৃষক সকাল।
কার কাছে, কার স্মৃতিফুলে মালা গাঁথো তুমি;
প্রতিদিন, প্রতিক্ষণে ক্ষণে-
কার চোখে চেয়েছিলে গোলাপ বাগান-
কার চোখে দেখেছিলে শস্যক্ষেত, সাতরঙা দিন
কার বুকে বেঁধেছিলে বাসা- ফুটবার সময়।
কেন তুমি দীর্ঘপথের চোখখোলা সাহসী যুবক,
বিষমাখা ফাগুনের নাভি-
বিষের মাদুর পেতে বসেছিলে চিতার উপর
সবকিছু জে¦লে;
তাই, কাছে এলো কৃষাণীর হাসিমাখা মুখ,
ফাগুনের ভরাপূর্ণিমা, রক্তজবা সোনাচাঁদখানি।
কতদূর যাবে বলো তুমি?
ও বিজয় সবুজাভ স্বপ্নলতা, মধুফুল, মধুফল,
কবিতার ডানাওয়ালা পাখির আকাশ-
মায়ের পরশ মাখা আলোমাখা সোনালি জমিন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়