ফৌজদারি আইনে মৃত্যুদণ্ডের বিধান চ্যালেঞ্জ করে রিট

আগের সংবাদ

রাতারাতি ডাবল সেঞ্চুরি : ফের টালমাটাল পেঁয়াজের বাজার > অভিযানে নেমেছে ভোক্তা অধিদপ্তর > দেশি পেঁয়াজ হাওয়া

পরের সংবাদ

অবসাদে ভুগতেন করণ

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

অবসাদে ভুগতেন করণ

মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলতে ভয় পান না তারকারা। এর আগে দীপিকা পাড়–কোন থেকে শুরু করে আমির খানরা প্রকাশ্যে এই নিয়ে কথা বলেছেন। সম্প্রতি কফি ইউথ করণ শোতে করণ জোহরও বেশ আত্মবিশ্বাস নিয়েই ভাগ করে নিলেন নিজের মনের কথা। করণ জোহর মনে করেন, তারকাদের উচিত তাদের এ ধরনের সমস্যার কথা আরো বেশি করে সবার সামনে নিয়ে আসা। এতে করে অন্তত সাধারণ মানুষও অবসাদ নিয়ে কথা বলার সাহস পাবেন। কফি উইথ করণ-এর চলতি সিজনের উদ্বোধন করেছিলেন দীপিকা পাড়–কোন ও রণবীর সিং। আর সেখানেই অ্যাংজাইটি অ্যাটাকের কথা মেনে নেন করণ। জানান, বিশেষজ্ঞের পরামর্শ অনুসারে আজকাল তিনি ওষুধও খাচ্ছেন। ‘আমার সঙ্গে যা হয়েছে, তা যে কারো সঙ্গেই হতে পারে। এমন নয়, তোমাকে বড়োসড়ো ঘটনা এসে খোঁচা দেবে। অনেক কিছু একসঙ্গে জমেও হতে পারে। আমি যখন উদ্বেগ নিয়ে কথা বলছি, তার মানে জীবনের এমন একটা দিক তুলে ধরছি, যা পুরোপুরি বাস্তব। এ কথা মেনে নিতে আমার কোনো লজ্জা নেই, আমাকে ওষুধও খেতে হয়।’ কফি উইথ করণ-এর প্রেস কনফারেন্সে বলতে শোনা গিয়েছিল করণ জোহরকে। শোতে দীপিকা আর রণবীরের সঙ্গে কথা বলার সময় করণ জানিয়েছিলেন, নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধন চলাকালে, চলতি বছরের এপ্রিল মাসেও তার অ্যাংজাইটি অ্যাটাক আসে। ‘আমি মনে করি, আমরা তারকারাও মাঝেমাঝে এ রকম পরিস্থিতির মুখে পড়ি। আর আমরা যদি এই নিয়ে কথা বলি, তাহলে সাধারণ মানুষও সাহস পাবে সামনে এসে নিজের সমস্যার কথা বলার। ২০১৬ সালে প্রথম আমি অবসাদ ভোগার ব্যাপারটা ধরতে পারি। এটা ঠিক হয়ে গেলেও মাঝে মাঝে ফিরে আসে।’

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়