মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পরিচয় বদল, ৩০ বছর পর গ্রেপ্তার : কেরানীগঞ্জে বাবা-ছেলে হত্যা

আগের সংবাদ

‘স্বতন্ত্র’ নিয়ে নমনীয় আ.লীগ : ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাড়ানো প্রধান টার্গেট > সরকার চায় অংশগ্রহণমূলক নির্বাচন

পরের সংবাদ

মেঘনা ব্যাংকের সঙ্গে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের চুক্তি

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মেঘনা ব্যাংক পিএলসি সঙ্গে শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের সমঝোতা স্মারক (এমওইউ) চুক্তি স্বাক্ষর হয়েছে। সম্প্রতি ঢাকায় গুলশানের ব্যাংকের প্রধান কার্যালয় এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করা হয়েছে। এ চুক্তির আওতায় মেঘনা ব্যাংকের সব কার্ডধারী ও কর্মকর্তারা সারা বছর রেজিস্ট্রেশন, ডাক্তারের পরামর্শ, আইপিডি বেড সার্ভিস, ল্যাবরেটরি, রেডিওলজি ও ইমেজিং সেবার ওপর বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাবেন।
এ উপলক্ষে মেঘনা ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ট্রেজারি বিভাগের প্রধান মো. ছাদেকুর রহমান এবং শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের অপারেশন অ্যান্ড কোয়ালিটির পরিচালক হিরোশি কুমুয়াজাকি নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মেঘনা ব্যাংক পিএলসির ভাইস প্রেসিডেন্ট ও হেড অফ কার্ডস জিশান আহাম্মদ এবং শিপ ইন্টারন্যাশনাল হাসপাতালের ডেপুটি ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) মো. তৌহিদুল ইসলাম এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। উল্লেখ্য, ঢাকার তুরাগে শিপ ইন্টারন্যাশনাল হসপিটাল অবস্থিত। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়