মৃত্যুদণ্ড থেকে বাঁচতে পরিচয় বদল, ৩০ বছর পর গ্রেপ্তার : কেরানীগঞ্জে বাবা-ছেলে হত্যা

আগের সংবাদ

‘স্বতন্ত্র’ নিয়ে নমনীয় আ.লীগ : ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাড়ানো প্রধান টার্গেট > সরকার চায় অংশগ্রহণমূলক নির্বাচন

পরের সংবাদ

ইউনিভার্সেল হাসপাতালে মডেল চেম্বার উদ্বোধন

প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে মডেল চেম্বার জোনের উদ্বোধন করা হয়। গতকাল শনিবার এ চেম্বার উদ্বোধন করেন হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক প্রীতি চক্রবর্ত্তী সিআইপি। মডেল চেম্বারে সপ্তাহের শুক্রবারসহ প্রতিদিন অধ্যাপক পর্যায়ের চিকিৎসক রোগীদের উন্নত সেবা দিবেন। যেখানে হৃদরোগ, বক্ষব্যাধি, কিডনিরোগ, ইউরোলজি এবং চক্ষুরোগসহ গুরুতপূর্ণ বিভাগে চিকিৎসা দেয়া হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্ত্তী, পরিচালক (মেডিকেল সার্ভিসেস) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. এ কে মাহবুবুল হক, উপপরিচালক ডা. কাজী রফিকুল আলম, ইউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট মেজর জেনারেল অধ্যাপক ডা. মো. শহীদুল ইসলাম, এসজিপি (অব.), চিফ কার্ডিয়াক সার্জন প্রফেসর ডা. নাসির উদ্দিন আহমেদ, সিনিয়র ক্লিনিক্যাল অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট অধ্যাপক (ডা.) অমল কুমার চৌধুরী, রেসপাইরেটরি কেয়ার ইউনিটের চিফ কনসালট্যান্ট অধ্যাপক ডা. মো. জাকির হোসেন সরকার, সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মো. তানভীরুল ইসলাম, চক্ষুরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন, কার্ডিয়াক সার্জন ডা. রোমেনা রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়