ঢাবি উপাচার্য : বিদেশিরা উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়

আগের সংবাদ

সিগন্যালের অপেক্ষায় তারা : ৮০ থেকে ১০০ আসনে জোট-মিত্রদের ‘ছাড়’ > ১৭ ডিসেম্বরের আগেই সমঝোতা

পরের সংবাদ

ব্যর্থ ছবির ভিড়ে হিটের মুখ দেখা ‘কবীর সিং’

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

২০১৯ সাল বলিউড অভিনেতা শাহিদ কাপুরের অভিনয় জীবনের অন্যতম উল্লেখযোগ্য বছর। সেই বছরই মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত ছবি ‘কবীর সিং’। প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে প্রায় ৪০০ কোটি টাকার ব্যবসা করেছিল ওই ছবি। ছবির বিষয় নিয়ে বিতর্ক তৈরি হওয়া সত্ত্বেও ব্যবসায়িক দিক থেকে সাফল্য অর্জন করেছিল ওই ছবি। এমনকি এখনো পর্যন্ত শাহিদের অভিনয় জীবনের সফলতম ছবি ‘কবীর সিং’ই। অথচ সেই ছবির জন্যই নাকি পরিচালকের পছন্দের তালিকায় নাম ছিল অন্য নায়কের। কে তিনি? সম্প্রতি এক সাক্ষাৎকারে সন্দীপ জানান, তার সুপারহিট তেলুগু ছবি ‘অর্জুন রেড্ডি’-এর হিন্দি সংস্করণের জন্য নাকি বলিউড অভিনেতা রণবীর সিংহকে নায়ক হিসেবে চেয়েছিলেন তিনি। সন্দীপের কথায়, ‘‘আমি মুম্বাইয়ের বিভিন্ন প্রযোজকের কাছ থেকে ফোন পাচ্ছিলাম ‘অর্জুন রেড্ডি’-এর হিন্দি রিমেক বানানোর জন্য। মুখ্য চরিত্রের জন্য আমার প্রথম পছন্দ ছিলেন রণবীর সিংহ। প্রথমে আমি ওকেই ছবির চিত্রনাট্য শোনাই। কিন্তু তিনি তখন না বলেন।’’ কেন ‘কবীর সিং’-এর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন রণবীর? সন্দীপ বলেন, ‘রণবীর আমাকে বলেছিলেন, ছবিটা নাকি তার রুচির তুলনায় বেশিই ধূসর।’ তার পরেই নাকি শাহিদের কাছে ছবির প্রস্তাব পাঠান পরিচালক। যদিও সেই সময় বক্স অফিস ব্যবসার নিরিখে তারকা হিসেবে শাহিদের ওপর কতটা ভরসা করা যায়, তা নিয়ে সন্দিহান ছিলেন তিনি। তবে অভিনেতা হিসেবে শাহিদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন ছিল না। শেষ পর্যন্ত ‘কবীর সিং’-এর তারকা হয়ে উঠেছিলেন শাহিদই। বক্স অফিসে ৩৭০ কোটি টাকার ব্যবসা করেছিল ওই ছবি। একের পর এক ‘ব্যর্থ’ ছবির ভিড়ে হিটের মুখ দেখেছিলেন শাহিদ নিজেও। এবার রণবীর কাপুরের সঙ্গে হাত মিলিয়ে ‘অ্যানিম্যাল’ ছবি বানিয়েছেন সন্দীপ। টিকেটের অগ্রিম বুকিংয়ের পরিসংখ্যান দেখে বক্স অফিস বিশারদদের ধারণা, বক্স অফিস ব্যবসার দিক থেকে রণবীরের ক্যারিয়ারেরও অন্যতম সফল ছবি হতে চলেছে ‘অ্যানিম্যাল’। ১ ডিসেম্বর মুক্তি পেয়েছে এই ছবি।

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়