ঢাবি উপাচার্য : বিদেশিরা উন্নয়ন বাধাগ্রস্ত করতে চায়

আগের সংবাদ

সিগন্যালের অপেক্ষায় তারা : ৮০ থেকে ১০০ আসনে জোট-মিত্রদের ‘ছাড়’ > ১৭ ডিসেম্বরের আগেই সমঝোতা

পরের সংবাদ

বিয়ে করলেন রণদীপ-লিন

প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: ডিসেম্বর ২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

‘ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই’ খ্যাত অভিনেতা রণদীপ হুদা গত ২৯ নভেম্বর মণিপুরের ভারতীয় মডেল এবং অভিনেত্রী লিন লায়শ্রমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন। লিনের শহর ইমফলে মণিপুরি রীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন তারা। গত শনিবার সোশ্যাল মিডিয়ায় বিয়ের খবর দেন রণদীপ ও লিন।
তারা জানান, বুধবারই সেই শুভ দিন। যৌথ পোস্টে তারা লেখেন, ‘মহাভারত থেকে একটি পৃষ্ঠা নিয়ে এলাম, যেখানে অর্জুন মণিপুরি যোদ্ধা রাজকন্যা চিত্রাঙ্গদাকে বিয়ে করেন। আমি এবং লিন পরিবার ও বন্ধুদের আশীর্বাদ নিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছি। ইমফল, মণিপুরে ২৯ নভেম্বর হবে আমাদের বিয়ে। আর তারপর রিসিপশন হবে মুম্বাইতে। জীবনের নতুন এই সফর শুরুর মুহূর্তে আপনাদের থেকে অনেক ভালোবাসা ও আশীর্বাদ চাই।’
বিয়েতে রণদীপ ও লিন দুজনই পরেছিলেন মণিপুরি পোশাক। রণদীপ পরেছিলেন সাদা রঙের পোশাক- সাদা ধুতি, ফতুয়া ও চাদর। মাথায় সাদা পাগড়ি, কপালে তিলক কাটা। কোনো ডিজাইনের লেহেঙ্গা নয়, মণিপুরের আঞ্চলিক পোশাকেই হলো বিয়ে। বলিউডের কোনো বন্ধুবান্ধব বা তারকা শিল্পী নন, একেবারে দুই পরিবারের উপস্থিতিতেই ঘরোয়াভাবে বিয়ের আয়োজন করেছেন রণদীপ-লিন। কয়েক দিন ধরে ঘনিষ্ঠ আত্মীয়দের নিয়ে মণিপুরেই রয়েছেন এই অভিনেতা। লিনের শহরে পৌঁছে প্রথমেই মন্দির দর্শন করেন তিনি।
সেখানেই সংবাদমাধ্যমের সামনে জানান, মণিপুরের মেইতে সম্প্রদায়ের রীতি মেনেই হবে বিয়ের অনুষ্ঠান।
রণদীপ বলেন, ‘আমার মনে হয়, কনের সংস্কৃতি-ঐতিহ্যকে সম্মান জানানো আমার কর্তব্য। আমিও উদগ্রীব মেইতে মতে বিয়ে করার জন্য। আমার যাতে কোনো ভুল না হয়, সে ব্যাপারে সতর্ক থাকব।’
লিনের সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে রণদীপ বলেন, ‘আমি চাই, আমাদের ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়। অনেক সন্তানে যাতে সংসার ভরে থাকে। প্রাচুর্য থাকে। মণিপুরে শান্তি ফিরুক, আমাদের বিবাহিত জীবন শান্তিপূর্ণ হোক।’

:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়