বীমা ব্যক্তিত্ব সামাদের মৃত্যুবার্ষিকী আজ

আগের সংবাদ

নানা আয়োজনে শেখ রাসেলের জন্মদিন পালন

পরের সংবাদ

রাসেলের জন্য পঙ্ক্তি

প্রকাশিত: অক্টোবর ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কেটে গেলে রাত ফিরে সে প্রভাত ঝিকিমিকি করে রোদ
প্রতি প্রত্যুষে এসে বত্রিশে খোঁজ করি আমি খোদ
এইদিকে খুঁজি ওইদিকে খুঁজি, খুঁজে খুঁজে হই সারা
অনেকের সাথে দেখা হয় তাতে- শুধু সে রাসেল ছাড়া।

খোপে পায়রারা ডেকে ডেকে সারা, ডাকে বাক্ বাক্ কুম
কারণ কী এর? তবু রাসেলের ভাঙে না কী বুঝি ঘুম?
বাড়িটার লনে পাখি ডাকে ক্ষণে, বয়ে যায় মিঠে হাওয়া
আমি এসে এসে ফিরে যাই শেষে যায় না যে তাকে পাওয়া।

আসি বারে বারে লেকটার পাড়ে দেখি ছোট ছোট ঢেউ
জনে জনে আমি জিজ্ঞেস করি বলে না তো কিছু কেউ
কতোবার ভাবি আসবে এ পথে চালাবে সে সাইকেল
কান পেতে রাখি শুনি কী না সেই টুং টাং তার বেল।

কিনতু আমার মেটে না সে আশা, সে আশায় গুড়োবালি
বার বার এসে ফিরে যাই শেষে মনোব্যথা নিয়ে খালি
দেখি না যে তার মুখটাকে আর সে মুখের মায়া হাসি
বিশ্বাস করো আমি নিজে তাকে বেশি বেশি ভালোবাসি।

তাই আমি পুরো থাকি হয়ে মূঢ়, মুখে আসে না যে কথা
দিন কাটে দুখে ব্যথা নিয়ে বুকে পাঠ করি নীরবতা
ভাবি বসে বসে মার সেই কথা মিছে নয় সেটা বোধয়
শুকতার হয়ে রাসেলটা রোজ দূরাকাশে হয় উদয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়