গ্রেপ্তার ৩ : মাদকের টাকা যোগাড় করতে চুরি

আগের সংবাদ

সাহারার সেকাল একাল

পরের সংবাদ

শরতের স্নিগ্ধতা

প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২০, ২০২৩ , ১:০২ পূর্বাহ্ণ

কান্নাঝরা বর্ষা যেতেই এলো ঋতুর রাণী
লাজুক চোখে তাকায় হেসে শরৎ অভিমানী।
সূর্য ছড়ায় আলোর রাশি মিষ্টি সকালবেলা
শিউলিতলায় ফুল কুড়োনো জমে ওঠে মেলা।

মৌমাছিরা গুনগুনাগুন মাতিয়ে রাখে গানে
মৃদু বায়ে খায় দুলুনি কাজলাকেশী ধানে।
আকাশজুড়ে ভেসে চলে সাদা মেঘের খেয়া
হঠাৎ করে নামে আবার পশলাখানিক দেয়া।

কাশের বনে ঢেউ খেলে যায় শ্বেতবরণের ফুলে
রূপপসরা সাজিয়ে রাখে শান্ত নদীর কূলে।
ভোরের শিশির মুক্তোকণা তাকায় ভেজা ঘাসে
পিউপাপিয়ার সুরের সাথে ফুলকলিরা হাসে।

রোদ ঝলমল দিন গড়িয়ে আবছা আঁধার নামে
উঁকি দিয়ে চাঁদ খুঁজে নেয় কলমিলতার দামে।
নেই গরমের কাঠফাটা তেজ, শীতল হাওয়াও দূরে
সুখ বিলাতে শরৎ আসে বছর বছর ঘুরে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়