চাকরিতে কোটা পুনর্বহাল চান মুক্তিযোদ্ধার সন্তানরা

আগের সংবাদ

ডিজিটাল প্রতারণা রুখবে কে

পরের সংবাদ

স্মার্টফোনে স্যাটেলাইট সংযোগ কাজ করে যেভাবে

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

মূলধারার একটি স্মার্টফোন মডেলে গত বছরের ৬ সেপ্টেম্বর স্যাটেলাইট সংযোগ চালু করেছিল চীনা স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য নির্মাতাপ্রতিষ্ঠান হুয়াওয়ে। পরদিন ৭ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান অ্যাপলও তাদের আইফোন ১৪ সিরিজে নতুন প্রযুক্তি চালু করে। স্যাটেলাইট সংযোগের এ প্রযুক্তি সেলফোনকে একটি নি¤œ কক্ষপথের স্যাটেলাইটের সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ করে দেয়। এর মাধ্যমে কোনো সেলুলার সিগন্যাল রিসিপশন না থাকলেও এসওএস বার্তা পাঠানোর সুযোগ থাকবে। শিগগিরই আরো অনেক ফোনেও জীবন রক্ষাকারী স্যাটেলাইট কমিউনিকেশন ফিচার আসছে। গুগল এ ফিচারকে অ্যান্ড্রয়েড ১৪-তে ব্যবহারের উপযোগী করে তুলেছে। গুঞ্জন রয়েছে যে অপো, ভিভো ও শাওমি তাদের ডিভাইসে কোয়ালকমের মাধ্যমে এ ফিচার নিয়ে আসবে। এটা স্পষ্ট যে ফোনে স্যাটেলাইট যোগাযোগের বিষয়টি সামনের দিনগুলোয় একটি বড় বিষয় হয়ে দাঁড়াতে পারে। ফলে এটি কী ও কীভাবে কাজ করে, সেটি জানা গুরুত্বপূর্ণ। স্যাটেলাইট সংযোগ সাপোর্ট করার জন্য স্মার্টফোন নির্মাতাদের হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয় করতে হয়। অ্যাপলের আইফোন ১৪ ও আইফোন ১৪ প্রো মডেলের হার্ডওয়্যার উপাদানগুলো সফটওয়্যারের সঙ্গে বেশ ভালোভাবে যুক্ত হয়। এটি অ্যান্টেনাগুলোকে সরাসরি একটি উপগ্রহের সঙ্গে সংযুক্ত করে। স্যাটেলাইট কমিউনিকেশন কোম্পানি গেøাবালস্টারের সঙ্গে পার্টনারশিপ রয়েছে অ্যাপলের। স্যাটেলাইটের মাধ্যমে জরুরি বার্তা পাঠাতে অ্যাপল একটি ইউনিক কম্প্রেশন অ্যালগরিদম তৈরি করেছে। এটি টেক্সট মেসেজগুলোকে তাদের প্রকৃত আকারের এক-তৃতীয়াংশে সংকুচিত করে। হুয়াওয়ে মেট ৫০ ও মেট ৫০ প্রো স্মার্টফোনগুলো সংক্ষিপ্ত টেক্সট পাঠাতে পারে এবং নেভিগেশন ব্যবহার করতে পারে। এর কৃতিত্ব চীনের একটি স্যাটেলাইট নেটওয়ার্কের। হুয়াওয়ের সিস্টেমের বর্ণনা থেকে বোঝা যায় যে মেট ৫০ ফোন শুধু স্যাটেলাইটের মাধ্যমে টেক্সট পাঠাতে পারে, রিসিভ করতে পারে না। ভবিষ্যতের ফোনগুলো হয়তো এ প্রযুক্তি অন্যভাবে প্রয়োগ করবে। তারা হয়তো ভয়েস ও ডাটা সংযোগও নিয়ে আসতে পারে। অনেক অ্যান্ড্রয়েড ব্র্যান্ড তাদের আসন্ন ফ্ল্যাগশিপ ফোনে এটি চালু করতে পারে। মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে কোয়ালকম জানিয়েছে, শাওমি, অপো, ভিভো ও মটোরোলাসহ কিছু ফোন নির্মাতা প্রতিষ্ঠানে নিজেদের ফোনে স্যাটেলাইট যোগাযোগ সক্ষমতা নিয়ে আসার প্রস্তুতি রয়েছে। সূত্র: গিজমোচায়না

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়