এইচএসসি পরীক্ষা পেছানোর দাবি : শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

আগের সংবাদ

কারা এই জঙ্গি ‘ইমাম মাহমুদের কাফেলা’ : কুলাউড়ার পাহাড়ি এলাকায় অভিযান, কয়েকজন আটক

পরের সংবাদ

বিটিভির উদ্যোগে ‘শিল্প চেতনায় মুজিব’

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস। এ উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ‘শিল্প চেতনায় মুজিব’ শিরোনামে চিত্রাঙ্কন ও প্রদর্শনীর আয়োজন করে। গতকাল ১১ আগস্ট সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিটিভি প্রাঙ্গণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৫০ জন তরুণ শিক্ষার্থী এ চিত্রাঙ্কনে অংশ নেয়। এ আয়োজনের উদ্বোধন করেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের কিউরেটর নজরুল ইসলাম খান। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী আব্দুল মান্নান, শিল্পী রোকেয়া সুলতানা, বিটিভির মহাপরিচালক ড. মো. জাহাঙ্গীর আলম, উপ-মহাপরিচালক (অনুষ্ঠান) ড. সৈয়দা তাসমিনা আহমেদ, উপ-মহাপরিচালক (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা কেন্দ্রের জিএম মাহফুজা আক্তারসহ বিটিভির ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিটিভির অডিটোরিয়াম লাউঞ্জে শিক্ষার্থীদের অঙ্কিত চিত্রকর্মের প্রদর্শনী চলবে আগামী ১৬-২২ আগস্ট পর্যন্ত। এ প্রদর্শনীতে উপস্থিত থাকবেন তথ্য ও স¤প্রচার মন্ত্রণালয়ের সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার, স্বনামধন্য চিত্রশিল্পীসহ বিটিভির বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়