চান্দিনা : অবসরপ্রাপ্ত ৬২ শিক্ষককে সংবর্ধনা

আগের সংবাদ

রাজধানীর সড়কে চাপ কমাবে মেট্রোরেল

পরের সংবাদ

খুব দ্রুতই ১০ বিলিয়ন ডলার রপ্তানি করবে ওয়ালটন : এটিএস এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১১, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : দেশেই এখন ইলেকট্রনিক্স পণ্য তৈরি হচ্ছে। এসব পণ্য যদি দেশে উৎপাদন না হতো, তবে আমাদের অনেক পরিমাণ আমদানি করা লাগত বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, কোম্পানিগুলো মানুষের ক্রয় ক্ষমতার মধ্যেই এসব ইলেকট্রনিক্স পণ্য তৈরি করছে। এই যে লাখ লাখ রেফ্রিজারেটর এক মাসেই বেচাকেনা, এটা একটা রিফ্লেকশন, যে দেশের মানুষের ক্রয়ক্ষমতা বাড়ছে। ওয়ালটন চিন্তা করছে খুব শিগগিরই তারা ১০ বিলিয়ন ডলার রপ্তানি করবে এবং সফল হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় ওয়ালটন আয়োজিত ৩ দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল অ্যাডভান্সড কম্পোনেন্টস অ্যান্ড টেকনোলজি (এটিএস) এক্সপো-২০২৩’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইয়েত-উল-ইসলাম, এফবিসিসিআই প্রেসিডেন্ট মাহবুবুল আলম, ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সামির সাত্তার এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এমডি অ্যান্ড সিইও গোলাম মুর্শেদ। গতকাল শুরু এ মেলা চলবে আগামী ১২ আগস্ট পর্যন্ত। অনুষ্ঠানে টিপু মুনশি বলেন, দেশে অর্থনৈতিক পরিবর্তন এসেছে। আমাদের এখন এ ধরনের অরগনাইজেশন প্রয়োজন। যারা উৎপাদন করে দেশের মানুষের চাহিদা পূরণ করবে এবং রপ্তানি করবে। এতে দেশের আয় বাড়াবে। ওয়ালটনের আয়োজন সম্পর্কে বাণিজ্যমন্ত্রী বলেন, ওয়ালটনের সারাদেশে সারা পাওয়া যায়। কোথাও গেলে ৫ মিনিট পরপর ওয়ালটনের কোনো না কোনো নেমপ্লেট দেখা যায়। আমি শুনলাম গত কোরবানির মাসে তাদের ৬ লাখ রেফ্রিজারেটর বিক্রি হয়েছে। অন্য মাসে তো বিক্রি রেগুলার আছেই। অসংখ্য প্রোডাক্ট নিয়ে তারা সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এখন তারা নিত্য প্রয়োজনীয় সব ধরনের আইটেম সরবরাহ করতে পারছে। তিনি বলেন, তারা যে এত সফলতায় এগিয়ে গেছে, এটা একদিনে হয়নি। ১৯৭৭ সালে তারা ব্যবসা শুরু করে, আজকে ধীরে ধীরে তাদের এ সফলতা। শুধু দেশেই নয় দেশের বাইরেও তাদের প্রোডাক্ট আছে। ওয়ালটনের এ বিজয় যাত্রা আমাদের আকৃষ্ট করছে। এটা শুধুমাত্র তাদের জন্য নয় এ দেশের জন্য অত্যন্ত প্রয়োজন। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, দেশের অর্থনীতির উত্থানে ওয়ালটন যে ভূমিকা রেখেছে তা অবিস্মরণীয়। ওয়ালটন দেশীয় প্রযুক্তিকে বিদেশে রপ্তানির পাশাপাশি সবচেয়ে বড় যে কাজটি করছে তা হলো দেশীয় লোকের কর্মসংস্থান সৃষ্টি। তিনি বলেন- আমাদের জনসংখ্যা আজ জনসম্পদে পরিণত হয়েছে। অতীতে আমরা পরাধীন থাকা অবস্থায় পৃথিবীর তিনটি শিল্পবিপ্লব থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু এখন আমাদের সামনে ৪র্থ শিল্পবিপ্লব। বাংলাদেশের টেকনোলজির এ মার্কেটে যদি ওয়ালটন না থাকত তবে বিদেশে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা খরচ করতে হতো। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, সরকারের বিজনেস পলিসি ঠিক থাকলে দেশ এগিয়ে যায়। যে পলিসির সর্বোত্তম ব্যবহার ওয়ালটন গ্রুপ করছে। তারা দেশকে অনেক এগিয়ে নিয়ে গিয়েছে। পলিসি ঠিক না থাকলে আমাদের ব্যবসা করতে অনেক ধরনের অসুবিধায় পড়ি। তাই আমরা সরকারের কাছে সেক্টর ভিত্তিক পলিসি চাই। পলিসি রিসার্চ ইনস্টিটিউটের এক্সিকিউটিভ ডিরেক্টর আহসান এইচ মনসুর বলেন, ওয়ালটন চোখের সামনে অনেক দূর এগিয়েছে। বর্তমানে ওয়ালটনের ৫০ হাজারের বেশি প্রোডাক্ট আমাদের অবাক করেছে। দেশিয় একটা প্রতিষ্ঠান ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপের মাধ্যমে এত দূরে এগোতে পারে যা অবিশ্বাস্য। আমরা আশা করব আগামীতে ওয়ালটন আরো বড় হোক। ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এমডি অ্যান্ড সিইও গোলাম মুর্শেদ জানান, এটিএস এক্সপো বাংলাদেশে একক কোনো প্রতিষ্ঠানের প্রথম আন্তর্জাতিক শিল্পমেলা। এতে একই ছাদের নিচে সমাহার ঘটেছে ওয়ালটনের নিজস্ব সর্বাধুনিক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তৈরি আন্তর্জাতিকমানের ৫০ হাজারেরও বেশি ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস এবং টেস্টিং ফ্যাসিলিটিস। এগুলোর অধিকাংশই প্রায় সব প্রকার শিল্প প্রতিষ্ঠানের বিভিন্ন ধাপে প্রধান কাঁচামাল ও কম্পোনেন্টস হিসেবে ব্যবহৃত হচ্ছে। শিল্পমেলায় মোট ২১টি স্টলে পণ্যসহ ইন্ডাস্ট্রিয়াল কম্পোনেন্টস, ম্যাটেরিয়ালস, সার্ভিসেস, টেস্টিং ল্যাব ও ফ্যাসিলিটিস প্রদর্শন করা হচ্ছে। প্রদর্শনীর পাশাপাশি এক্সপোতে ১১ আগস্ট (শুক্রবার) স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশীয় শিল্পের ভূমিকা শীর্ষক প্যানেল আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এটিএস এক্সপোতে টেস্টিং সলিউশন, ইন্ডাস্ট্রিয়াল ম্যাটেরিয়ালস, কম্পোনেন্টস, সার্ভিসেস ও প্রোডাক্ট- এই ৪টি ক্যাটাগরিতে পণ্য প্রদর্শন করা হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়