বিদ্যুৎ খাতের মূল্যায়ন : এবার বরখাস্ত দুই কর্মকর্তা

আগের সংবাদ

ভয়ংকর আগস্ট-সেপ্টেম্বর : ঢাকার বাইরেও ডেঙ্গুর ব্যাপকতা > সব জেলাকে সমান গুরুত্ব দেয়ার পরামর্শ > আছে বৈশ্বিক শঙ্কাও

পরের সংবাদ

রাগলে ফোন ছোড়েন জয়া!

প্রকাশিত: জুলাই ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুলাই ২২, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তিনি যে ভীষণ রাগী বলিউডে এ কথা কারো অজানা নয়। ছবি-শিকারিদের সঙ্গে বরাবর আদায়-কাঁচকলায় সম্পর্ক তার। মাঝ রাস্তায় দাঁড়িয়ে বর্ষীয়ান বলিউড অভিনেত্রী জয়া বচ্চন তাদের ধমক দিচ্ছেন, এমন দৃশ্যও দেখেছেন নেটাগরিকরা। সেই মানুষটা বাড়িতে ঠিক কেমন? ফাঁস করলেন তার মেয়ে শ্বেতা বচ্চন নন্দা। বছরখানেক আগে করণ জোহরের টক শো ‘কফি উইথ কর্ণ’-এ এসেছিলেন মা ও মেয়ে। তখনই সুযোগ পেয়ে করণ তাদের প্রশ্ন করেন, বাড়িতে কি একে অপরের সঙ্গে ঝগড়া করেন তারা? কিছুক্ষণ ভেবে জয়া উত্তর দেন, ‘আমরা ঝগড়া করি না, তবে রাগারাগি হয়েই যায়।’ মায়ের কথা তখন মন দিয়ে শুনছেন শ্বেতা। জয়া কথা শেষ করতে না করতেই শ্বেতা বলে ওঠেন, ‘না মা, আমরা যথেষ্ট ঝগড়া করি। মনভোলানো কথা বোলো না।’ জয়া তখন মেয়ের কথার রেশ ধরে বলেন, ‘আমরা রাগ করলে ফোন ঠুকতে থাকি।’ শ্বেতা জয়াকে সংশোধন করে বলেন, ‘আমরা না, মা ফোন নিয়ে ওই রকম করে। আমি ফোন ছুড়লে মা বরং আমাকে বলে, আমার তো অনেক কম বয়স, আমি কী করে এমন কাজ করতে পারি!’ জনসমক্ষে মেয়ে যে তার এই অভ্যাসের কথা ফাঁস করে দেবেন, তা বোধ হয় আঁচ করতে পারেননি জয়া নিজেও। পরে করণের অন্য এক প্রশ্নে উত্তর দিতে গিয়ে তিনি বলেন, ‘অভিষেক তো কথা বলা থামায়ই না। ও সব বিষয়ে মতামত দিতে থাকে।’ বচ্চন পরিবারের কোনো সদস্য নিজের দিকে সব থেকে বেশি দৃষ্টি আকর্ষণ করেন? এই প্রশ্নের উত্তরে যদিও একমত জয়া ও শ্বেতা। জয়া জানান, অমিতাভ পরিবারের সেই সদস্য, যিনি সব সময় চান যেন তার দিকেই সবার নজর থাকে। সম্প্রতি করণ জোহরের সঙ্গে একটি ছবিতে কাজ করেছেন জয়া বচ্চন। প্রায় সাত বছর পরে পরিচালক হিসেবে প্রত্যাবর্তন করছেন করণ। ‘রকি অউর রানি কি প্রেম কহানি’ ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যেতে চলেছে জয়াকে। আগামী ২৮ জুলাই মুক্তি পেতে চলেছে এই ছবি।
: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়