ইসলামী আন্দোলন : নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা

আগের সংবাদ

কুরবানির পশুর দাম বেশি যে কারণে > আফতাবনগর হাট : এখনো জমেনি হাট গরুও উঠেছে কম

পরের সংবাদ

জোড় ভাঙলে

প্রকাশিত: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

গাঢ় অন্ধকার নেমে এলে এপাশে ওপাশে
অস্তিত্ব হাতড়াই খুঁজে ফিরি চোখের তিয়াসে
অপেক্ষা একাকী আলোর সানকিতে লেগে থাকা
কিছু কিছু আলো দেখে বুনে যায় অবশিষ্ট পথরেখা
আমাদের এ ঘরবাড়ি কেবল দোলক! অর্থহীন
কার কাছে রেখে যাই বন্ধকী জীবন! কোন ঋণ
ছুঁয়ে থাকে শ্যামল চত্বর জন্মান্তর পরাধীন?
তার কাছে ছুটে আসা শুধু ভালোবাসাবাসি
পাতার বুকের মাপে নীড়ে রাখা ওম রাত পাশাপাশি।
একটা ঘুমের পর আরেকটা ঘুম সবুজের টানে
রতিরসে হেসে ওঠে দারুণ জঙ্গম ধূমায়িত ঘ্রাণে
তারপরও একলা ঘুম সমস্ত জমিন চষে ফেলে
কবিতা শরীর খুলে অনিদ্রার চুনি নিঃশেষে কেবল জ্বলে।

তোমার কাছে যাবো বললেই কি যাওয়া যায়
পাতার অপর পিঠে কালান্তর ফণা বিষের ছোঁয়ায়
মাটির সিন্ধুকে জমা ভূতের মিশেল কারিগরি
কোন ছাঁচে কোন মুখ ফিরে পায় ঈশ্বরের জারিজুরি!

জোড় ভাঙলেই জানি একাকী
পথের শেষেও পথ কিছু পথ বাকি
এরপর ক্ষুধার্ত অন্ধকার তোমাকে চিনি না আমি
না চেনো আমাকে তুমি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়