ইসলামী আন্দোলন : নির্বাচনকালীন জাতীয় সরকারের রূপরেখা ঘোষণা

আগের সংবাদ

কুরবানির পশুর দাম বেশি যে কারণে > আফতাবনগর হাট : এখনো জমেনি হাট গরুও উঠেছে কম

পরের সংবাদ

এমনতো কথা ছিল না

প্রকাশিত: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ২৬, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তুমি বলেছিলে ঠিক একদিন
ভাসবে ডিঙি নৌকায়
গোধূলি বেলায় ঘুরে ঘুরে
দেখবে নদীর সীমানা।

চোখে চোখ রেখে
আদূরে ভালবাসায়
রাঙিয়ে দেবে আমায়
ভিজিয়ে দেবে মনের উঠোন অবলীলায়।
গোলাপের পাপড়ির মতো কচি ডানা
মেলে আকড়ে জন্মের সুখ বিনিময়
নিদ্রাহীন কাটিয়ে দেবে সারাটি রাত।

সকালে উঠে পুবাকাশের রঙিন
অরুণ অপরূপ সৌন্দর্যের ছোঁয়া
চুপচাপ দেখবে নয়ন ভরে
পাশাপাশি সবুজ ঘাসের পর বসে
কাঁধে হাত রেখে শুনবে বনের পাখির কূজন
সময়ের রঙিন স্রোতে খুনসুটি খেলা।

কালের স্রোতে সবই ঢেকে গেল
স্বচ্ছ জল ভ্রমে
খাবি খায় জলে আনন্দ উচ্ছ¡াস
প্রাণবন্ত ইচ্ছেরা।

এমন তো কথা ছিল না।
মিথ্যের ফোয়ারায় জলকেলি খেলা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়