মশার লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং কার্যক্রম শুরু আজ

আগের সংবাদ

ভূ-রাজনীতির নতুন ক্ষেত্র ‘ব্রিকস’ : যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা

পরের সংবাদ

মোংলা ইপিজেডে ২ কোটি ডলার বিনিয়োগ

প্রকাশিত: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশি প্রতিষ্ঠান মেসার্স এডভেঞ্চার ব্যাগ এন্ড লাগেজ ফ্যাক্টরি লিমিটেড মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (মোংলা ইপিজেড) একটি ব্যাগ ও লাগেজ প্রস্তুত কারখানা স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে।
সম্পূর্ণ দেশীয় মালিকানাধীন এ প্রতিষ্ঠানটি ১ কোটি ৯৯ লাখ ডলার বিনিয়োগে বার্ষিক ৩১ লাখ ৩০ হাজার পিছ ব্যাকপ্যাক, সফ্ট লাগেজ, হার্ড লাগেজ, ডাফ্ল ট্রলি, লেডিস হ্যান্ড ব্যাগ প্রভৃতি উৎপাদন করবে। কারখানাটিতে ১৫৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং এডভেঞ্চার ব্যাগ এন্ড লাগেজ ফ্যাক্টরি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ ইশতিয়াক পরাগ গত ১৫ জুন ঢাকাস্থ বেপজা কমপ্লেক্সে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, এনডিসি, পিএসসি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
অন্যদের মধ্যে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) নাফিসা বানু, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৯৮ সালে বাগেরহাট জেলার মোংলা বন্দরসংলগ্ন এলাকায় ৩০২ দশমিক ৯৭ একর জমির উপরে মোংলা ইপিজেড স্থাপিত হয়। বর্তমানে এখানে ৩২টি কারখানা চালু রয়েছে যেখানে ১২ হাজার ৫৪৫ জন বাংলাদেশি নাগরিক কর্মরত। এছাড়া ৮টি কারখানা বাস্তবায়নাধীন রয়েছে। মে ২০২৩ পর্যন্ত মোংলা ইপিজেডে ১৬ কোটি ৩১ লাখ ডলার বিনিয়োগ হয়েছে এবং ১১০ কোটি ৬৪ লাখ ডলার সমমূল্যের পণ্য রপ্তানি হয়েছে। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়