মশার লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং কার্যক্রম শুরু আজ

আগের সংবাদ

ভূ-রাজনীতির নতুন ক্ষেত্র ‘ব্রিকস’ : যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা

পরের সংবাদ

তুমি

প্রকাশিত: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

তোমার চোখে চোখ পড়লে
আমি নদী হয়ে যাই
তুমি হয়ে যাও সাগর।
আমি যেন আপন তালে ছুটে যাই
মিশে যেতে তোমাতে
প্রতিটা ক্ষণ, প্রতিটা প্রহর।

তোমার স্পর্শ পেলে
আমি শস্য হই
তুমি হও উর্বর মাটি।
তোমার বুকে ফলতে চাই
আরো কিছু যুগ
হয়ে সোনার চেয়ে খাঁটি।

তোমার হাসির শব্দে
আমি ভ্রমর হই
তুমি হও ফুল।
তোমার প্রতি পাপড়ির মাঝে
মেলাতে রঙিন ডানা
হৃদয় হয় ব্যাকুল।

তোমার নুপুরের শব্দে
আমি কবি হই
তুমি হও অবারিত শব্দের বৃষ্টি।
হৃদয়ের যত প্রেম
সব কিছু ঢেলে দিয়ে তোমায়
নতুন রূপে করি যেন সৃষ্টি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়