মশার লার্ভার ঘনত্ব পরিমাপ ও ম্যাপিং কার্যক্রম শুরু আজ

আগের সংবাদ

ভূ-রাজনীতির নতুন ক্ষেত্র ‘ব্রিকস’ : যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়াচ্ছে বাংলাদেশ, ভারত-বাংলাদেশ সম্পর্কে নতুন মাত্রা

পরের সংবাদ

তিক্ত বিষাদ চোখে

প্রকাশিত: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৯, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

জীবনের আলমিরায় ভাঁজ করা গল্পে
এক টুকরো তিক্ততার রঙ মাখা!
শতরঞ্জি দুঃখদের সেলাই করে
জোড়াতালি দিতে দিতে
ঘুণে ধরেছে আজ মনের বাগিচায়।

এখানে বিষণ্নতার ব্যাধিতে নুয়ে পড়েছে
জলরঙের মিশ্রিত আত্মা!
অল্প স্বল্প গল্পের গায়ে পচন ধরে আছে
বছর কয়েক আগে;
ক্ষত সারাতে মেলেনি কোনো ঘাসলতা।
যন্ত্রণার চিবুকে আষ্টেপৃষ্ঠে ভেঙেছে বুকের পাঁজর
তুলতুলে ব্যথার উপশম মিলে কি আর ঘন কুয়াশায়!
বাহারি মলাটে ধুলো জমে একাকার হয়ে আছে
অযাচিত কল্পনায়।
কোথাও নেই এতটুকু স্বচ্ছ ভালোবাসা!
অনর্থক স্বপ্ন বুনে বুনে চলেছে পাখি একটানা।
বিষাদের ছাপ স্পর্শ করে কেবলই তার দু’চোখের পাতায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়