জিএম কাদের : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সাংবাদিকতা অনিরাপদ

আগের সংবাদ

রাজশাহীতে লিটনকে টেক্কা দেয়ার মতো প্রতিদ্ব›দ্বী নেই

পরের সংবাদ

এনসিসি ব্যাংক : মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ সভা

প্রকাশিত: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

এনসিসি ব্যাংকের উদ্যোগে ব্যামেলকোদের (ব্রাঞ্চ এন্টি মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার) জন্য ‘মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক দিনব্যাপী এক সম্মেলন গত শুক্রবার সাভারের ব্র্যাক সিডিএম-এ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের প্রধান মো. মাসুদ বিশ্বাস। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ মামদুদুর রশীদের উপস্থিতিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো এম শামসুল আরেফীন এতে স্বাগত বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে বিএফআইইউর অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মহসিন হোছাইনী, যুগ্ম পরিচালক মো. রোকন-উজ-জামান ও উপপরিচালক আ ন ম কলিম উদ্দিন হাসান তুষার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সম্মেলনে ব্যাংকের ১৩২ জন ব্যামেলকো অংশগ্রহণ করেন।
বিএফআইইউ-এর প্রধান মো. মাসুদ বিশ্বাস অংশগ্রহণকারী কর্মকর্তাদের ব্যাংকিং অঙ্গনে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের উপর গুরুত্ব আরোপ করেন। অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে ব্যাংক তথা দেশ ও জাতির স্বার্থে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইন ব্যাংকিং ক্ষেত্রে প্রয়োগে যথাযথ ভূমিকা রাখতে এনসিসি ব্যাংকের ব্যামেলকোদের প্রতি আহবান জানান তিনি। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়