জিএম কাদের : স্বাধীনতার ৫০ বছরেও দেশে সাংবাদিকতা অনিরাপদ

আগের সংবাদ

রাজশাহীতে লিটনকে টেক্কা দেয়ার মতো প্রতিদ্ব›দ্বী নেই

পরের সংবাদ

উন্নত প্রযুক্তির হেলমেট

প্রকাশিত: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

খেলাধুলার সময় বিভিন্নভাবে আঘাত পাওয়ার ঘটনা ঘটে। বিশ্বের বিভিন্ন দেশেই এ ধরনের ঘটনা অহরহ হচ্ছে। যুক্তরাষ্ট্রে প্রতি বছর খেলাধুলাজনিত কারণে অনেক দুর্ঘটনা ঘটে থাকে। যার মধ্যে অন্যতম সকার বা ফুটবল। এখানকার ফুটবল একেবারেই ভিন্ন। আর এ খেলার মাধ্যমে মাথায় আঘাত পাওয়ার হারও বেশি, যা অনেক সময় প্রাণনাশকও হয়ে থাকে। সকার খেলোয়াড়দের সুরক্ষায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক সেভিয়র ব্রেইনের সহায়তায় উন্নত প্রযুক্তির হেলমেট তৈরি করেছে। এতে লিকুইড শক অ্যাবজরবার আছে, যা আঘাত পাওয়ার সময় ক্ষতির সম্ভাবনা তিন গুণ কমাতে সক্ষম। বিশ্ববিদ্যালয়টির একজন পিএইচডি প্রার্থী ও গবেষণার প্রধান প্রকাশক নিকোলাস চেচি জানান, আমাদের দলের অধিকাংশ সদস্য মস্তিষ্কে আঘাতজনিত সমস্যার সঙ্গে পরিচিত। যে কারণে খেলোয়াড়দের এ ধরনের সমস্যা থেকে দীর্ঘমেয়াদে সুরক্ষিত রাখতে আমরা কাজ করছি। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্যামারিলো ল্যাবের পূর্ববর্তী গবেষণায় দেখানো হয়েছে, স্পোর্টস হেলমেটে লিকুইড শক অ্যাবজরবার উন্নত সুরক্ষা প্রদানে সক্ষম। হেলমেটের কার্যকারিতা যাচাইয়ে গবেষক দলটি হেড এক্সিলারেট রেসপন্স মেট্রিক পদ্ধতিতে স্কোর পরীক্ষা করেছে। এর মাধ্যমে হেলমেটটি ভালোভাবে কাজ করছে কিনা তা জানা যায়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়