পররাষ্ট্র মন্ত্রণালয় : সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে- এই প্রত্যাশা বাংলাদেশের

আগের সংবাদ

মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতির ফুলঝুরি : ‘পরিকল্পিত সিলেটে’ প্রাধান্য

পরের সংবাদ

সোনালী ইনভেস্টমেন্ট : ১৩তম সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

সোনালী ব্যাংক পিএলসির সাবসিডিয়ারি প্রতিষ্ঠান সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ জুন ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড এবং সোনালী ব্যাংক পিএলসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মো. আফজাল করিম, সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালক ও ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সঞ্চিয়া বিনতে আলী, সুভাষ চন্দ্র দাস, জেনারেল ম্যানেজার মো. ইকবাল হোসেন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব শিহাব উদ্দিন আহমদ এবং সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও মো. শওকত জাহান খান। এছাড়া ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জাল হোসেন এবং কাজী মো. ওয়াহিদুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেডের ১৩তম বার্ষিক সাধারণ সভায় ২০২২ সালের আর্থিক হিসাব বিবরণী ও শেয়ার হোল্ডারদের জন্য ১৩ দশমিক ৮ কোটি টাকার ৬ শতাংশ লভ্যাংশ অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়