পররাষ্ট্র মন্ত্রণালয় : সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে- এই প্রত্যাশা বাংলাদেশের

আগের সংবাদ

মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতির ফুলঝুরি : ‘পরিকল্পিত সিলেটে’ প্রাধান্য

পরের সংবাদ

ব্র্যাক ব্যাংক : আরমানা গ্রুপের সঙ্গে এমপ্লয়িং ব্যাংকিং চুক্তি

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আরমানা গ্রুপের সঙ্গে ব্র্যাক ব্যাংক একটি এমপ্লয়িং ব্যাংকিং চুক্তি স্বাক্ষর করেছে। আরমানা গ্রুপ ডেনিম-ওয়্যার উৎপাদনকারী শিল্পে অন্যতম পথিকৃৎ, যারা প্রধানত ডেনিম বটম-ওয়্যার উৎপাদন এবং সেগুলো বিভিন্ন ইউরোপীয়, উত্তর আমেরিকান এবং এশীয় দেশগুলোতে রপ্তানি করে থাকে।
এ চুক্তির আওতায় আরমানা গ্রুপের কর্মকর্তারা স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ঋণ সুবিধা, ডিপিএস, ফিক্সড ডিপোজিট এবং ব্র্যাক ব্যাংক এমপ্লয়িং ব্যাংকিং-এর সুবিধা পাওয়ার পাশাপাশি সুবিধাজনক এবং আনন্দদায়ক ব্যাংকিং অভিজ্ঞতা উপভোগ করতে পারবেন।
ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম এবং আরমানা গ্রুপের অ্যাডভাইজার অঙ্কুর গুপ্ত গত ৭ জুন ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়