পররাষ্ট্র মন্ত্রণালয় : সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে- এই প্রত্যাশা বাংলাদেশের

আগের সংবাদ

মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতির ফুলঝুরি : ‘পরিকল্পিত সিলেটে’ প্রাধান্য

পরের সংবাদ

বৈশ্বিক স্বর্ণের দাম ৩ মাসের মধ্যে সর্বনি¤œ

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : আন্তর্জাতিক বাজারে গতকাল স্বর্ণের দাম কমে তিন মাসের সর্বনি¤েœ। ডলারের বিনিময় মূল্য ও ট্রেজারি ইল্ড বেড়ে যাওয়ায় বাজারদরে নি¤œমুখী প্রবণতা তৈরি হয়। খবর রয়টার্স
স্পট মার্কেটে গতকাল স্বর্ণের দাম দশমিক ৭ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯২৯ ডলার ৯৯ সেন্ট। ১৭ মার্চের পর এটিই সর্বনি¤œ দাম। অন্যদিকে নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য ১ দশমিক ৪ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৯৪১ ডলার ৫০ সেন্ট।
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে আবারো সুদহার বাড়ানোর ইঙ্গিত দিয়েছে মার্কিন ফেডারেল রিজার্ভ। নতুন অর্থনৈতিক প্রক্ষেপণে বলা হয়, শক্তিশালী অর্থনীতি ও মূল্যস্ফীতির হার কম রাখতে বছরের শেষ নাগাদ আরো অর্ধশতাংশীয় পয়েন্ট সুদহার বাড়ানো হবে। এ খবরে ডলারের দাম বেড়েছে এবং কমেছে স্বর্ণের।
অন্যদিকে রুপার দাম ২ দশমিক ৮ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ২৩ ডলার ২৬ সেন্টে। প্লাটিনামের দাম ১ দশমিক ২ শতাংশ কমে ৯৬৩ ডলার ৭২ সেন্ট এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ৩৬৬ ডলার ৪৪ সেন্টে নেমেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়