পররাষ্ট্র মন্ত্রণালয় : সবাই সার্বভৌমত্বকে সম্মান দেখাবে- এই প্রত্যাশা বাংলাদেশের

আগের সংবাদ

মেয়র প্রার্থীদের প্রতিশ্রæতির ফুলঝুরি : ‘পরিকল্পিত সিলেটে’ প্রাধান্য

পরের সংবাদ

জুলাই মাসে রেকর্ড তেল উত্তোলন করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৭, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : যুক্তরাষ্ট্রে আগামী মাসে অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন নতুন রেকর্ড স্পর্শ করতে পারে। শীর্ষ শেল অয়েল (পাথরের খাঁজ থেকে উত্তোলিত তেল) উৎপাদক রাজ্যগুলো এক্ষেত্রে বড় ভূমিকা পালন করবে। তবে প্রবৃদ্ধির হার গত বছরের ডিসেম্বরের তুলনায় কিছুটা সংকুচিত হয়ে পড়তে পারে। মার্কিন এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন স¤প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, জুলাইয়ে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল উত্তোলন দৈনিক ৯৩ লাখ ৮০ হাজার ব্যারেলে উন্নীত হতে পারে। চলতি মাসের তুলনায় উত্তোলন বাড়বে দশমিক ১ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বরের পর এটিই হতে যাচ্ছে সর্বনি¤œ মাসভিত্তিক প্রবৃদ্ধি।
টেক্সাস ও নিউ মেক্সিকোয় অবস্থিত পারমিয়ান বেসিন যুক্তরাষ্ট্রের শেল অয়েল বেসিনগুলোর মধ্যে সবচেয়ে বড়। এ বেসিনে উত্তোলন দৈনিক এক হাজার ব্যারেল করে বাড়ার সম্ভাবনা রয়েছে। উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে দৈনিক ৫৭ লাখ ৬০ হাজার ব্যারেলে। ফেব্রুয়ারির পর এটিও হতে যাচ্ছে মাসভিত্তিক সর্বনি¤œ প্রবৃদ্ধি।
উত্তর ডাকোটা ও মনটানা রাজ্যে অবস্থিত বাকেন প্রদেশে উত্তোলন প্রতিদিন সাত হাজার ব্যারেল করে বাড়ার সম্ভাবনা রয়েছে। দৈনিক উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে ১২ লাখ ১০ হাজার ব্যারেল, যা ২০২০ সালের নভেম্বরের পর এটি সর্বোচ্চ। দক্ষিণ টেক্সাস ঈগল ফোর্ড অঞ্চলে উত্তোলন দৈনিক পাঁচ হাজার ব্যারেল করে কমে ১১ লাখ ২০ হাজার ব্যারেলে নামতে পারে, এপ্রিলের পর যা সর্বনি¤œ। বড় শেল বেসিনগুলো থেকে মোট প্রাকৃতিক গ্যাস উত্তোলন দৈনিক ১০ কোটি ঘনফুট করে বাড়তে পারে। উত্তোলনের পরিমাণ দাঁড়াতে পারে দৈনিক ৯ হাজার ৭৩০ কোটি ঘনফুটে। চলতি মাসের প্রত্যাশিত রেকর্ড উত্তোলনকেও ছাড়িয়ে যাবে এটি। পেনসিলভানিয়া, ওহাইয়ো ও পশ্চিম ভার্জিনিয়ায় অবস্থিত সবচেয়ে বড় বেসিন অ্যাপালাসিয়ায় উত্তোলন ৩ হাজার ৫৪০ কোটি ঘনফুট করে বাড়তে পারে, যা জানুয়ারির পর সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের ডিসেম্বরে বেসিনটিতে সর্বোচ্চ ৩ হাজার ৬০০ কোটি ঘনফুট উত্তোলন হয়েছিল।
যুক্তরাষ্ট্রের অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি মার্চের রেকর্ড সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি অবস্থান করছে। আগামী মাসে রপ্তানি আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। সৌদি আরবের উত্তোলন কমিয়ে দেয়ার সিদ্ধান্ত এর প্রধান কারণ।
এদিকে রপ্তানি বাড়ায় দেশটির মজুতও কমছে ক্রমবর্ধমান হারে। এরই মধ্যে মজুত ইতিহাসের সর্বনি¤েœ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়