প্রশিক্ষণার্থী চিকিৎসকদের আন্দোলন দুদিন স্থগিত : প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার আশ্বাস বিএসএমএমইউ উপাচার্যের

আগের সংবাদ

আনন্দে পাঠ উৎসবে মূল্যায়ন : ষষ্ঠ ও সপ্তমে চলছে ‘ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন উৎসব’, ঈদুল আজহার পর মূল্যায়নের বিশ্লেষণ

পরের সংবাদ

ডিএসইর অবসরপ্রাপ্তদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৫, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সদ্য অবসর নেয়া ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সদ্য বিদায়ী কর্মকর্তারা হচ্ছেন, চেয়ারম্যান মো. ইউনুসুর রহমান, পরিচালক অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান, সালমা নাসরিন এনডিসি, মো. মুনতাকিম আশরাফ, ড. এ. কে. এম. মাসুদ মরহুম হাবীবুল্লাহ বাহার, মরহুম রকিবুর রহমান এবং মিনহাজ মান্নান ইমন।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা স্টক এক্সচেঞ্জের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু।
ঢাকার নিকুজ্ঞে ডিএসই টাওয়ারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গত মঙ্গলবার নবগঠিত পরিচালনা পর্ষদের সদস্য অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাহমুদ, মো. আফজাল হোসেন, রুবাবা দৌলা, মো. শহীদুল ইসলাম, কাওসার আহমেদ, মো. শাকিল রিজভী, মোহাম্মাদ শাহজাহান, শরীফ আনোয়ার হোসেন এবং ডিএসইয়ের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএসহ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন।
ডিএসইয়ের ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) এম. সাইফুর রহমান মজুমদার, এফসিএ সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতেই ডিএসই-এর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বিদায়ী বোর্ডের প্রয়াত সদস্য মরহুম রকিবুর
রহমান ও হাবীবুল্লাহ বাহারকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়