হাসপাতালে খালেদা জিয়া

আগের সংবাদ

অপরাধের স্বর্গরাজ্য রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

ডিএসইর পর্ষদে দুই স্বতন্ত্র পরিচালক

প্রকাশিত: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৪, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদে নতুন দুজন স্বতন্ত্র পরিচালক যোগ দিয়েছেন। তারা হলেন পল্লী সঞ্চয় ব্যাংকের সাবেক উপব্যবস্থাপনা পরিচালক এবং জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মো. শহীদুল ইসলাম এবং বাংলাদেশ সুপ্রিম কোটের আইনজীবি ও জাতীয় মানবাধিরকার কমিশনের সদস্য কাওসার আহমেদ। গতকাল ডিএসইর ১০৫৭তম পরিচালনা পর্ষদ সভায় তারা যোগ দেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন গত ২৮ মে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হিসাবে তাদের নিয়োগ অনুমোদন দেন। পরিচালনা পর্ষদের সভায় নতুন দুজন পরিচালককে অভিনন্দন জানিয়ে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মুহম্মদ হাসান বাবু বলেন- ৩৪ বছরের অভিজ্ঞতাসম্পন্ন মো. শহীদুল ইসলাম এবং ঢাবির আইন বিভাগ থেকে ডিগ্রি নেয়া ও প্রধানমন্ত্রী গোল্ড ম্যাডেল প্রাপ্ত আইনবিষয়ক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিত্ব কাওসার আহমেদ।
নতুন এ দুজন পরিচালক নিয়োগের মাধ্যমে পূর্ণতা পেল ডিএসইর পরিচালনা পর্ষদ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়