সংসদে বিল উত্থাপন : আমানত সুরক্ষা ট্রাস্ট তহবিল গঠন করবে বাংলাদেশ ব্যাংক

আগের সংবাদ

খুলনা-বরিশালে ‘উন্নয়ন’ ম্যাজিক : খুলনার উন্নয়ন ভাবনা ও ব্যক্তি ইমেজেই খালেকের বাজিমাত

পরের সংবাদ

দরপতনের শীর্ষে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স

প্রকাশিত: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ১৩, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল টপটেন লুজার বা দরপতনের শীর্ষে রয়েছে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারটির দর ১১ টাকা ২০ পয়সা বা ৯.৫০ শতাংশ কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গতকাল কোম্পানিটি সর্বশেষ ১০৬ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৬ হাজার ৯৪৮ বারে ৪৪ লাখ ৫৯ হাজার ৯৭টি শেয়ার লেনদেন করেছে। ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন লুজার তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ৪ টাকা ৫০ পয়সা বা ৮.৯৬ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ৪৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে। শেয়ারটির দর ২ টাকা বা ৮.৮১ শতাংশ কমেছে। এদিন শেয়ারটি সর্বশেষ ২০ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়। লুজার তালিকায় থাকা কোম্পানিগুলো হচ্ছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, লিগ্যাসি ফুটওয়্যার, নাভানা ফার্মা, এসকে ট্রিমস, ইয়াকিন পলিমার ও আরডি ফুড লিমিটেড।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়