কনস্টেবল বাদল হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

আগের সংবাদ

দুর্ভোগের অবসান চান নগরবাসী : সুপেয় জলের তীব্র সংকট জলজটের খুলনায়

পরের সংবাদ

শেলটেক ব্রোকারেজ ও আইসিবির মধ্যে চুক্তি স্বাক্ষর

প্রকাশিত: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: জুন ৮, ২০২৩ , ১২:০০ পূর্বাহ্ণ

আবর্তনশীল ভিত্তিতে পুনঃবিনিয়োগযোগ্য ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল’ হতে শেলটেক ব্রোকারেজের অনুকূলে ৯ কোটি টাকা বিতরণের লক্ষ্যে আজ আইসিবির বোর্ড রুমে শেলটেক ব্রোকারেজ ও আইসিবির বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। আলোচ্য চুক্তিতে শেলটেক ব্রোকারেজ লি. এর পক্ষে কোম্পানির পরিচালক মো. মঈন উদ্দিন এবং বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিটের পক্ষে আইসিবির মহাব্যবস্থাপক রাজী উদ্দিন আহম্মদ স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক মো. আবুল হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক এ টি এম আহমেদুর রহমান, আইসিবি কর্মকর্তা সমিতির সভাপতি ও ট্রাস্টি ডিভিশনের উপমহাব্যবস্থাপক মো. শরিকুল আনাম, লিগ্যাল এফেয়ার্স ডিভিশনের উপমহাব্যবস্থাপক মো. ফারুক আলম, ডকুমেন্টেশন ডিপার্টমেন্টের সহকারী মহাব্যবস্থাপক মো. মোক্তার হোসেন, শেলটেক ব্রোকারেজ লি. এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মেসবাহ উদ্দিন খান এবং বিশেষ তহবিল ব্যবস্থাপনা ইউনিট, আইসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়